টিআরপিতে তুলকালাম! প্রথম পাঁচে রমরমা জলসার! দারুণ ফল করল শুভ বিবাহ! কামাল কথা, উড়ানের!

সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন নতুন ধারাবাহিক এসেই চলেছে। যাকে বলে গুচ্ছ গুচ্ছ ধারাবাহিকের সমাহার একেবারে। আর যে কারণে বাংলা টেলিভিশনের পর্দায় এখন চরম রকমের উত্তেজনা রয়েছে। বলাই বাহুল্য, সবার‌ই এখন একটাই লক্ষ্য টিআরপি (TRP) তালিকায় ভালো স্থান পাওয়া।

তবে এই টিআরপির লড়াইয়ে সব ধারাবাহিকের যে লক্ষ্য পূরণ হয়না তা বলাই বাহুল্য। অনেক ধারাবাহিকের গল্প ভালো হ‌ওয়া সত্ত্বেও সেই সমস্ত ধারাবাহিক বন্ধ হয়ে যায়। আসলে দর্শকের কোন ধারাবাহিক ভালো লাগবে সেটা বোঝাই দুষ্কর‌। অনেক সময় অনেক আশা নিয়ে শুরু হ‌ওয়া ধারাবাহিক‌ও বন্ধ হয়ে যায়। বাংলা টেলিভিশনের পর্দায় চলা ধারাবাহিকগুলির সাপ্তাহিক ফল প্রকাশ হয়ে থাকে এই আজকের দিনে অর্থাৎ বৃহস্পতিবার।

বিগত বেশ কয়েক সপ্তাহ যাবৎ এই টিআরপি এই তালিকায় এক নাগাড়ে রাজত্ব করছে জি বাংলা। ক্রমেই পিছিয়ে পড়ছে স্টার জলসা। এমনকী বিগত সপ্তাহে লড়াই থেকে পিছু হটেছে কথা,গীতারাও। কিন্তু নিজেদের স্থান থেকে নড়েনি জি বাংলা। একের পর এক ধারাবাহিক দিয়ে মাত করেছে তারা। ফুলকি, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী একাধিক ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচে রয়েছে।

তবে চলতি সপ্তাহেও তার অন্যথা হলো না। শুরুর পর থেকে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দাপট দেখিয়েছে ফুলকি।‌ এই সপ্তাহেও শীর্ষস্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটিই। চলতি সপ্তাহেও টিআরপি টপার ফুলকি এবং নিম ফুল। দ্বিতীয় স্থানে শুভ বিবাহ এবং তৃতীয় স্থানে কথা চতুর্থ স্থানে কোন গোপনে, রোশনাই এবং পঞ্চম স্থানে উড়ান।‌ অর্থাৎ চলতি সপ্তাহে নিজের স্থান পুনরুদ্ধার করেছে স্টার জলসা।

আরও পড়ুন: সূর্যর রোমিওগিরির দিন খতম! কলেজে গিয়ে বাজার কাঁপাচ্ছে দীপা! প্রথমদিনেই স্যার পটিয়ে ফেললো সে

BT •• নিম ফুলের মধু, ফুলকি ৭.১
2nd •• শুভ বিবাহ ৬.৭
3rd •• কথা ৬.৩
4th •• কোন গোপনে, রোশনাই ৬.২
5th •• উড়ান ৬.১

You cannot copy content of this page