পর্ণার দাপটে পিছু হটল ফুলকি-জগদ্ধাত্রী! জি বাংলার সামনে টিমটিম করে জ্বলছে স্টার জলসার গীতা এলএলবি!

এই সময় দাঁড়িয়ে বাঙালি দর্শকরা টিআরপি (TRP) নামক শব্দটির সঙ্গে দারুণ রকম ভাবে পরিচিত। কারণ বর্তমান সময়ে সমস্ত ধারাবাহিকেরই ভাগ্য নির্ণয় হয় এই টিআরপি নম্বরের মাধ্যমে। আর তাই সবারই নজর থাকে টিআরপি নম্বরের দিকে। আগে অবশ্য টেলিভিশনের বিনোদনের ক্ষেত্রে টিআরপি নামক বিষয়টির খুব একটা গুরুত্ব না থাকলেও এখন টিআরপিই (TRP) হল বাংলা ধারাবাহিকের (Bengali serial) দুনিয়ায় শেষ কথা।

বলাই বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বাংলা ধারাবাহিকের সাফল্য নির্ধারিত হয় টিআরপি নম্বরের মাধ্যমেই। এখন যে ধারাবাহিকের টিআরপি নম্বর যত ভালো সেই ধারাবাহিকের জনপ্রিয়তা, বাংলা টেলিভিশনের পর্দায় থাকার মেয়াদও তত বেশি। বলাই বাহুল্য, এখন বাংলা ধারাবাহিকের সাফল্য নির্ধারিত হয় এই টিআরপি তালিকার ওপর নির্ভর করে।

যথারীতি সেই ধারাবাহিকতায় যে ধারাবাহিকের টিআরপির নম্বর যত ভালো দর্শকদের কাছে সেই ধারাবাহিকের গ্রহণযোগ্যতাও কিন্তু তত বেশি। টিআরপি নম্বর কম হ‌ওয়ার জন্য বহু ধারাবাহিকের‌ই অকাল মৃত্যু ঘটেছে। সাম্প্রতিক সময়ে মিঠাই, গাঁটছড়া, অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী সহ বিভিন্ন ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষস্থানে কামাল করেছে। ‌

আরো পড়ুন: বড় সিদ্ধান্ত নিল তিস্তা! মায়ের আকুতি-মিনতি দেখে তবে কী এবার ভিক্টরের উপর থেকে কেস তুলে নেবে সে?

এই মুহূর্তে শীর্ষস্থানের লড়াইয়ে রয়েছে শুধুই জি বাংলার ধারাবাহিকগুলি! নিম ফুলের মধু টিআরপিতে প্রথম স্থান দখল করছিল। তবে মাঝে পরপর দু’সপ্তাহ দাপট দেখায় ফুলকি। তবে চলতি সপ্তাহে ফের কামাল করল নিম ফুলের মধু। আবারও শীর্ষস্থানে পর্ণা-সৃজনের ধারাবাহিক। চলতি সপ্তাহের প্রথম পাঁচে কোন মতে স্টার জলসার মান রক্ষা করেছে গীতা এলএলবি।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

BT •• নিম ফুলের মধু ৭.৮
2nd •• ফুলকি ৭.৬
3rd •• জগদ্ধাত্রী ৭.৩
4th •• গীতা LLB ৬.৯
5th •• কোন গোপনে ৬.৫