স্বপ্নপূরণের পথে কথা! কিন্তু চিত্রার ষড়যন্ত্র কি সব শেষ করে দেবে, নাকি ফাঁস হয়ে যাবে সব জারিজুরি? ‘কথা’তে আসছে ধামাকাদার মোড়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha) প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কথার অধিকারের লড়াই, পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের দ্বন্দ্বই গল্পের প্রধান উএসপি। সাম্প্রতিক পর্বগুলোতে দেখা যাচ্ছে, কথার স্বনির্ভর হওয়ার সিদ্ধান্ত তার নিজের পরিবারের মধ্যেই মতবিরোধ সৃষ্টি করেছে। বিশেষ করে কর্তাদাদু এই বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারছেন না। আর এবার তিনি এমন এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, যা শুধু কথা নয়, গোটা পরিবারকে নাড়িয়ে দিয়েছে!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’য় গল্প নতুন মোড় নিতে চলেছে। অবশেষে কথার জীবনে বড় সাফল্যের দিন এল। দীর্ঘদিনের লড়াই, বাধাবিপত্তি পেরিয়ে নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন সত্যি হলো তাঁর। ‘কথা হারবালস’ নামে নিজস্ব প্রোডাক্ট লঞ্চ করল সে। এই সাফল্যে অগ্নিও সমানভাবে আনন্দিত, সে কথার পাশে থেকে তার নতুন যাত্রাকে উৎসাহ দিচ্ছে। কথার এই বিজয়ের মুহূর্তে পরিবার ও বন্ধুরাও উপস্থিত থাকলেও,গোপনে কেউ এই খুশি মাটি করে দিতে মরিয়া হয়ে আছে।

Star Jalsha, Kothha, Today episode, Bangla serial, Kotha-ogni, স্টার জলসা, কথা, আজকে পর্ব, বাংলা সিরিয়াল, কথা-অগ্নি

এদিকে, চিত্রা কখনোই চাইবে না কথা এত সহজে নিজের স্বপ্ন সফল করুক। প্রতিশোধস্পৃহায় সে এক ভয়ঙ্কর পরিকল্পনা নেয়— কথার নতুন প্রোডাক্টে কাঁচের গুঁড় মিশিয়ে দেবে, যাতে ব্যবসার শুরুতেই নামডুবি হয়। তার ধারণা, একবার এই কেলেঙ্কারি প্রকাশ্যে এলে, কথা চিরতরে বিশ্বাস হারাবে এবং তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু চিত্রার এই চক্রান্ত কি সফল হবে এই নিয়ে আশঙ্কা জাগে?

চিত্রার কপালে দুঃসময় এসে দাঁড়ায়, যখন কথার সামনে ফাঁস হয়ে যায় তার আসল মুখোশ! অগ্নির চোখের সামনেই ধরা পড়ে চিত্রার ষড়যন্ত্র। পুলকের সাহায্যে জানা যায় চিত্রা শুধু এই নয়, আরও বহুবার কথা ও অগ্নির ক্ষতি করার চেষ্টা করেছে। আর এবার তো সে সরাসরি কথার স্বপ্ন নষ্ট করার চেষ্টা করল! রাগে ফুঁসতে থাকা অগ্নি ও কথা চিত্রাকে হাতেনাতে ধরে ফেলে, এবং সেই মুহূর্তেই আসে পুলিশের গাড়ি। শেষমেশ চিত্রাকে আইনের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ শুটিংয়ের ব্যস্ততার মাঝেও দুর্দান্ত রেজাল্ট! ‘অনুরাগের ছোঁয়া’র সোনা ওরফে দেবপ্রিয়া বসু প্রমাণ করলেন প্রতিভা শুধু অভিনয়ে নয়, পড়াশোনাতেও!

কিন্তু, এখানেই কি গল্প শেষ? চিত্রার শাস্তিতেই কি মুছে গেল সর্বশেষ শত্রুও? না, কারণ কথার জীবনে নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে! প্রতিটি সফল মানুষের পথেই থাকে নতুন বাধা, আর কথা কি এবার আরও বড় কোনো বিপদের মুখোমুখি হবে? নাকি নিজের আত্মবিশ্বাস আর সাহস দিয়ে সব বাধা অতিক্রম করবে? এই সব উত্তরের জন্য চোখ রাখুন ‘কথা’-র আজকের পর্বে, শুধুমাত্র স্টার জলসায়!

You cannot copy content of this page