বাংলা টেলিভিশনে বেশ কিছু এমন অভিনেত্রী রয়েছেন যাদেরকে মানুষ নেগেটিভ এবং পজেটিভ দুটো চরিত্রে অভিনয় করতে দেখেছে। সেই সঙ্গে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দুই ধরনের চরিত্রকেই একেবারে ফুটিয়ে তুলতে পেরেছেন এই সকল অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী জাসমিন রায়।
বাংলা টেলিভিশনে তিনি বেশ কিছু বছর ধরে অভিনয় করছেন। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের নাম ‘মায়ার বাঁধন’, ‘ঠাকুরমার ঝুলি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কি করে বলবো তোমায়’, ‘ত্রিনয়নী’ প্রভৃতি। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ভক্তের ‘ভগবান শ্রী কৃষ্ণ’ ধারাবাহিক থেকে। শেষবারের মতো তাকে টিভির পর্দায় দেখা গেছিল সান বাংলা ধারাবাহিক ‘আমার সোনা চাঁদের কনা’তে।
এই ধারাবাহিক শেষ হওয়ার পরে তাকে সেভাবে আর টিভির পর্দায় কোন ধারাবাহিকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু হঠাৎই খবর আসছে যে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিকে তিনি ফিরতে চলেছেন। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’য় আসতে চলেছে খুব বড় টুইস্ট। একটি নতুন প্রোমো সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধি এবং খড়ির ওপর গুন্ডারা আক্রমণ করেছে যার জন্য তারা দুজন আলাদা হয়ে গেছে।
তাই গুঞ্জন আছে যে এবার ‘গাঁটছড়া’য় আসতে চলেছে কয়েক বছরের লিপ। তার মধ্যে খবর যে অভিনেত্রী জাসমিন রায় আসতে চলেছেন একটি নেগেটিভ চরিত্রে খড়ি আর ঋদ্ধির মাঝে কোন তৃতীয় ব্যক্তি হিসেবে। অর্থাৎ এতদিন বেশ কিছু ধারাবাহিকে তিনি পজেটিভ চরিত্র করার পরে আবার নেগেটিভ চরিত্রে ফিরতে চলেছে গাঁটছড়াতে।
অভিনেত্রীর আবার ধারাবাহিকে ফেরার খবরে তার অনুরাগীরা বেশ উৎসাহিত। সেই সঙ্গে ধারাবাহিকে তিনি ঠিক কতটা নেগেটিভ চরিত্রে আসবেন এবং তা কতটা ফুটিয়ে তুলবেন নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে তা দেখতে আগ্রহী দর্শকরা।
“একমাত্র গান দিয়েই স’ন্ত্রাস’বাদ থামানো সম্ভব!” বক্তা রূপঙ্কর! ‘পহেলগাঁওতে যদি সেদিন আপনার প্যান্ট খুলে কেউ চেক করত, তখন ঠিক কোন গানটা শোনাতেন?’ ‘ওনাকে এক্ষুনি গিটার সমেত বর্ডারে পাঠানো হোক!’ কটাক্ষে ধুয়ে দিল নেটপাড়া