সাত পাকে বাঁধা পড়বে শ্বেতা-রুবেল! চলছে পুরোদমে প্রস্তুতি! চলতি বছরেই বিয়ের পিঁড়িতে তারকা জুটি?
টেলিভিশন জগতের পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী রুবেল দাস (Rubel Das), শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। বর্তমানে তাঁরা দুজনে দুই জনপ্রিয় ধারাবাহিকে আলাদা ভাবে অভিনয় করলেও বাস্তবে তাঁরা একে অপরের সঙ্গী। তাঁদের সম্পর্কের কথা ভাসে টলিপাড়ার আনাচে-কানাচে।
জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনয়ের সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। যদিও অনেক আগের থেকেই তাঁরা একে অপরের পরিচিত ছিলেন। বহুদিন ধরেই শোনা যায় তারকা দম্পতির বিয়ের খবর। তাদের বিয়ের কথা বহুবার জিজ্ঞেস করা হলে তাঁরা জানিয়েছেন খুব শীঘ্রই। যদিও সঠিক সময়টা এখনও পর্যন্ত জানা যায়নি।
কিন্তু কবে শ্বেতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন রুবেল? প্রশ্ন অনুরাগীদের। জি-বাংলার সোনার সংসারের মঞ্চে মিলল তার ইঙ্গিত। পর্দার সেরা বরের অ্যাওয়ার্ড পেতেই অভিনেতাকে প্রশ্ন করেন শোয়ের সঞ্চালক অভিনেতা আবির চ্যাটার্জী।
আর তার উত্তরেই লজ্জায় লাল হয়ে ওঠেন সৃজন ওরফে রুবেল।
উত্তরে ‘নিম ফুলের মধু’র নায়ক বলেন, ‘চলছে প্রস্তুতি চলছে’। এর পরেই আবির পাল্টা উত্তরে বলেন হ্যাঁ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের সোনার সংসারের প্রিয় বর এবার খুব শীঘ্রই বাস্তবে বর হওয়ার দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ খুব শীঘ্রই চার হাত এক হবে শ্বেতা-রুবেলের। কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী ১৯ জানুয়ারি তেই নাকি ছাদনাতলায় যাচ্ছেন তারকা জুটি।
আরও পড়ুন: এমন বাবা থাকার থেকে না থাকা ভালো! স্কুলের ব্যাগ থেকে খেলনা, রূপার সমস্ত স্মৃতি মুছে ফেলল সূর্য! হিংসুটে সোনাকে নিয়ে খুশি সে
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। আর ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একই চ্যানেলের দুই ধারাবাহিকে অভিনয় করছেন তারকা জুটি। দর্শকরা অপেক্ষায় কবে চার হাত এক হবে তাঁদের।