স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha), প্রথম থেকেই দর্শকদের মনে একটা বিষয়ে জায়গা করে নিয়েছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) শেষ হয়ে যাওয়ার পর দর্শকদের মনে যে শূন্যতা তৈরী হয়েছিলো পারিবারিক বিনোদন যুক্ত ধারাবাহিক নিয়ে, কথা সেটা পূরণ করেছে। অন্য কারণ হলো অবশ্যই ‘সাহেব ভট্টাচার্য’র (Saheb Bhattacharya) টেলিভিশনে পদার্পণ এবং রোমান্টিক নায়কের ভূমিকায় অভিনয়। পাশাপাশি ‘সুস্মিতা দে’ (Susmita Dey) এর কথা চরিত্রে অভিনয়ও নজর কেড়েছে কিছু দর্শকের।
প্রথমদিকে এই ধারাবাহিক বেশ কিছুদিন খুব ভালো ফলাফল করলেও, যত দিন গড়াতে থাকলো ততই জনপ্রিয়তা তলানিতে ঠেকতে লাগলো। এর কারণ হিসেবে বলা যায় সাহেব-সুস্মিতার অতিরিক্ত অন্তরঙ্গ দৃশ্য, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, “এটাকেই কি পারিবারিক বিনোদন বলে? যেখানে পরিবারকে দূরে সরিয়ে দেখতে হয়!” এমন খবরও এসেছিলো যে দর্শকের মন রাখতেই নাকি বন্ধ হবে খুব তাড়াতড়ি এই ধারাবাহিক।
তবে সাম্প্রতিক পর্বে যে মোড় এসেছে তা দেখে মনে হয়না খুব তাড়াতাড়ি শেষ হবে কথা। সম্প্রতি এক পর্বে দেখা গিয়েছে কথা ষড়যন্ত্রের শিকার হয়ে গাড়ি ব্লাস্টে মৃত্যু হয়। এই ঘটনায় এভি খুব ভেঙ্গে পড়ে, কিন্তু দর্শকদের স্বস্তি যে কিছুদিন আর ওই ঘনিষ্ট দৃশ্য দেখতে হবে না। তবে এবার প্রকাশ্যে এলো এক নতুন প্রোমো, যেখানে দেখা গেল এক নতুন চরিত্রের আগমন ঘটতে চলেছে, যাকে দেখে দর্শকরা ভাবতে শুরু করেছেন, একি তবে নায়িকা হবে এবার?
কথা হচ্ছে ‘ইচ্ছে পুতুল’ ও ‘ধুলোকনা’ খ্যাত ‘শ্বেতা মিশ্র’ (Sweta Mishra) এর। এভির জীবনের কথার কমতি মেটাতেই নাকি তার আগমন। অতীতে খলনায়িকা চরিত্রে উভয় ধারাবাহিকেই তাঁর অনবদ্য অভিনয় নজর কেড়েছে সবার। তবে কি এবার নায়িকা হয়ে ফিরছেন শ্বেতা, সাহেব ভট্টাচার্যর বিপরীতে? এই নিয়ে অবশ্য দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমাজ মাধ্যমেও জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে এই নিয়ে।
আরও পড়ুনঃ “আমার রূপই এখনও যথেষ্ট! প্রেমের শেষ স্টপেজ ছয়শো, তারপরেই ক্যাওড়াতলা!” “বেশ করব, বারবার প্রেম করবো!”—স্বস্তিকার অকপট স্বীকারোক্তিতে কটাক্ষের ঝড় নেটপাড়ায়!
তবে সূত্রের খবর অনুযায়ী, শ্বেতা নায়িকা নয় বরং একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন যার নাম ‘রিচা’। আর প্রোমোর বাকি অংশ দেখে বোঝাই যাচ্ছে যে এবার অন্য রূপে, অন্য পরিচয় নিয়ে ফিরছে কথা। তবে একটা কথা ঠিকই যে শ্বেতার উপস্থিতি নিঃসন্দেহে গল্পে নতুন মোড় আনতে চলেছে। অতীত থেকে প্রমাণিত শ্বেতার উপস্থিতিতে ধারাবাহিকের টিআরপি বেড়েছে বৈ কমেনি।