“আমি কোলে নয়, মাটিতে পড়ে থাকি…কেউ নেবে না আমার মনের দায়, তবে ভালো আছি!” ধারাবাহিক ছাড়ার পরও কি চাপে খুদে অভিনব? শিশুশিল্পীর পোস্টে লুকোনো য’ন্ত্রণা নিয়ে জল্পনা তুঙ্গে! উঠছে প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে এমন বার্তা?

পুকুরপাড়ে চুপচাপ বসে থাকার একটা ছবি আর তার সঙ্গে লম্বা একটা লেখা, সাম্প্রতিক সময়ে শিশুশিল্পী অভিনব বিশ্বাসের (Avinaba Biswas) এই সমাজ মাধ্যমে পোস্টটাই এখন ধারাবহিকপ্রেমীদের আলোচনার কেন্দ্র। ছোট্ট এই অভিনেতা নিজের অনুভূতির কথা এমনভাবে তুলে ধরেছে, যা পড়ে অনেকেই থমকে গিয়েছেন! এই বিষয়ে আগেই বলে রাখা ভালো যে, এই মুহূর্তে ছোটপর্দায় সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’এ অভিনয় করছিলেন তিনি। তবে, দীর্ঘদিন ধরে ধারাবাহিকের নায়িকার কাছে মানসিক অ’ত্যাচারের অভিযোগ এনে বিদায় জানান।

সেই সময় সবটা না হলেও, কিছুটা প্রকাশ করেছিল সে আর এবার বাকিটা উঠে এলো তাঁর পোস্টে। এদিন কিছু ছবির সাথে লম্বা ক্যাপশনের শুরুতেই সে লেখে “আমি এখন ভালো আছি” এই বাক্যটি বারবার ফিরে এসেছে তার লেখায়, কিন্তু সেই ‘ভালো থাকা’র আড়ালে যেন জমে থাকা বহু দিনের চাপা কষ্টের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন পাঠকরা। পোস্টে অভিনব সরাসরি কারও নাম না করলেও, তার কথায় উঠে এসেছে অবহেলা, ভুল বোঝাবুঝি আর নিজেকে বারবার প্রমাণ করার ক্লান্তি। সে লিখেছে, কে কী বলল বা কেন বলল, তা নিয়েই নাকি দীর্ঘদিন তার মনে প্রশ্ন ঘুরেছে।

কাজের জায়গায় বড়দের নানা আচরণ, নিজের অনুভূতির দায় কেউ না নেওয়া, এসব অভিজ্ঞতা যেন ছোট্ট মনটাকে দ্রুত বড় করে দিয়েছে। তবু সেই জায়গা থেকে বেরিয়ে এসে সে বলছে, এখন আর কিছু প্রমাণ করার নেই! পোস্টের যে বিশেষ অংশে সবার চোখ গেছে, সেখানে লেখা “আমাকে দেখানো হয় ‘একা’। কোলে নয়, মাটিতে পড়ে থাকি…বড়রা নোং’রা, কদ’র্য, ঘৃ’ণ্য যাই বলুক আমার সামনে, আমাকে থাকতে হবে পরিষ্কার, শুধু আঙুল তুলে বলবে আমি খারাপ! বাড়িতে শেখানো হবে সুবুদ্ধি, কিন্তু বাড়ির বাইরে কাজে লাগবে উল্টোটা!”

প্রসঙ্গত, ধারাবাহিক ছাড়ার পর এই প্রথম নয়, মাঝেমধ্যেই নিজের সময় কাটানোর ছবি এবং ভাবনা ভাগ করে নিচ্ছে অভিনব। তবে এবারের লেখাটা আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও গভীর বলেই মনে করছেন অনেকে। এবার অভিনব বোঝাতে চেয়েছে, সে সবসময় চেষ্টা করেছে নিজের কাজটা মন দিয়ে করতে। স্ক্রিপ্ট মুখস্থ করা থেকে শুরু করে দায়িত্ব পালন, সবকিছুতেই সে গুরুত্ব দিয়েছে। কিন্তু সেই চেষ্টার মূল্য সবসময় সে পেয়েছে কি না, সেই প্রশ্নটাই যেন ভেসে উঠছে তার কথায়। নেটিজেনদের একাংশ অবশ্য এই পোস্টের মধ্যে লুকোনো ইঙ্গিত খুঁজতে ব্যস্ত।

আরও পড়ুনঃ নিজেকে ‘সেরা’ ভাবার খেসারত! একসময়ের ছায়াসঙ্গী, এখন মুখ দেখাদেখিও বন্ধ! আত্মবিশ্বাস তুঙ্গে নায়িকা, দূরে সরে গেলেন নায়ক! সবে জমছিল দু’জনের সমীকরণ, হঠাৎ হিট জুটির বাস্তব জীবনে টানাপড়েন?

আগে যে ধারাবাহিকে সে কাজ করত, সেই সেটের অভিজ্ঞতার দিকেই কি সে আঙুল তুলছে? এমন জল্পনা ছড়িয়েছে। কারও কারও মতে, তার সহশিল্পীদের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির কথাই হয়তো ঘুরিয়ে বলতে চেয়েছে খুদে অভিনেতা। যদিও এসবই দর্শকদের অনুমান, অভিনব নিজে কিন্তু কাউকে সরাসরি দোষারোপ করেনি। সব মিলিয়ে, পোস্টটা শুধু অভিযোগ বা ইঙ্গিতের জন্য নয়, একটা শিশুমনের ভেতরের টানাপোড়েন তুলে ধরার জন্যও আলাদা গুরুত্ব পাচ্ছে। অভিনব যেন বলতে চাইছে, বড়দের জগতে টিকে থাকতে গিয়ে সে অনেক কিছু দেখেছে, শিখেছে, সহ্যও করেছে। কিন্তু এখন সে নিজের মতো শান্তিতে থাকতে চায়!

You cannot copy content of this page