নিজেকে ‘সেরা’ ভাবার খেসারত! একসময়ের ছায়াসঙ্গী, এখন মুখ দেখাদেখিও বন্ধ! আত্মবিশ্বাস তুঙ্গে নায়িকা, দূরে সরে গেলেন নায়ক! সবে জমছিল দু’জনের সমীকরণ, হঠাৎ হিট জুটির বাস্তব জীবনে টানাপড়েন?

টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ যে কত দ্রুত বদলে যায়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজ যাঁরা একে অপরের ছায়াসঙ্গী, কালই তাঁদের মধ্যে তৈরি হতে পারে দূরত্ব। ঠিক তেমনই এক নায়ক ও নায়িকাকে ঘিরে এখন জোর চর্চা ইন্ডাস্ট্রির অন্দরে। দুজনেই টলিপাড়ার প্রথম সারির তারকা, বড়পর্দায় যাঁদের উপস্থিতি মানেই বক্স অফিসে বাড়তি উত্তাপ। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন তাঁরা, কিন্তু বাস্তব জীবনে নাকি এখন মুখ দেখাদেখিও প্রায় বন্ধ।

অন্দরের ফিসফাস অনুযায়ী, সম্প্রতি একটি বিষয়কে কেন্দ্র করেই শুরু হয়েছে এই টানাপড়েন। শোনা যাচ্ছে, একটি সিদ্ধান্ত নিয়ে মতের অমিল হয় তাঁদের মধ্যে। সেই সময় অভিনেত্রী আশা করেছিলেন, তিনি ভুল হলেও অভিনেতা অন্তত তাঁর পাশে দাঁড়াবেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় অভিমান চরমে ওঠে। রাগের বশেই নাকি তিনি সরাসরি মেসেজ পাঠান নায়ককে, আর সেখান থেকেই দূরত্ব আরও বেড়ে যায়।

এই মুহূর্তে নায়িকার আত্মবিশ্বাস তুঙ্গে। টলিপাড়ার অন্দরে তিনি নিজেকে সেরা অভিনেত্রী হিসেবেই তুলে ধরছেন বলে কানাঘুষো। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও তাঁর প্রভাব বাড়ছে। শোনা যায়, প্রায় সব প্রথম সারির পরিচালকই নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁর অফিসে। কাজের প্রস্তাবের ভিড় সামলাতেই ব্যস্ত নায়িকা, ফলে পুরনো বন্ধুত্বের জন্য সময় বা আগ্রহ কোনোটাই আর নেই।

ইন্ডাস্ট্রির খবর বলছে, এই মতবিরোধের পর নায়িকা নাকি নায়কের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। নায়ক একাধিকবার কথা বলার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। শেষমেশ তিনিও নাকি হাল ছেড়ে দিয়েছেন। একসময়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব যে এমন পরিণতি নেবে, তা কেউ ভাবতেই পারেননি।

আরও পড়ুনঃ “ভরা পেটের খিদের চাহিদায়, খালি পেটের মানুষের মৃ’ত্যু আমাদের ছুঁয়েও যায় না!” “ওয়াও মোমো এবার ‘নাও মোমো’ হয়ে যাবে!” আনন্দপুরের কারখানায় অ’গ্নিকাণ্ডে শ্রমিক মৃ’ত্যুকে ঘিরে সমাজের নির্লিপ্ততা নিয়ে সরব ঋদ্ধি সেন!

তবে শুধু এই নায়ক নন, নায়িকার সাম্প্রতিক আচরণে নাকি আরও অনেকেই অস্বস্তিতে। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, তাঁর ব্যবহার নিয়ে আলোচনা চলছে চুপিচুপি। যদিও সামনে এসে কিছু বলার সাহস কারও নেই। টলিপাড়ায় তাই এখন একটাই প্রশ্ন, এই আড়ি কি স্থায়ী হবে নাকি সময়ের সঙ্গে সঙ্গে আবার ভাব জমবে তারকাদের জীবনে।

You cannot copy content of this page