আদির বাবার শর্তে চুরমার আনন্দীর স্বপ্ন! সুপায়নের অপকর্ম ফাঁস করতে নামল নায়ক-নায়িকা!

জি বাংলার ( Zee Bangla )জনপ্রিয় ধারাবাহিক আনন্দী ( Anondi ) প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় চমৎকার ফলাফল করছে। গল্পের উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি আদির বাবা বাড়ি ফিরে আসার পর ঘটনাগুলি দ্রুত বদলাচ্ছে। গত পর্বে দেখা গেছে আদির বাবা আনন্দীদের বাড়ির বাইরে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অপমান করতে থাকেন। সুপায়ন সবার সামনে জানিয়ে দেয় যে লাহিড়ী বাড়ির রান্নাঘর থেকে ‘টেস্টি টামি’র খাবার যাচ্ছে। বাড়ির বউদের এই ব্যবসায় যুক্ত হওয়ার খবর শুনে ছেলেরা হতবাক হয়ে যায়। তবে আদির বাবা স্পষ্ট জানিয়ে দেন, এই ব্যবসা চলবে না। বিজয়া সংসার বাঁচানোর জন্য প্রায় বাধ্য হয়েই সবাইকে জানায় ব্যবসা বন্ধ করতে।

আনন্দী আজকের পর্ব ৭ জানুয়ারি (Anondi Today Episode 7 January)

আজকের পর্বে দেখা যায়, আদির বাবার ভয়ে বিজয়া আনন্দীর বোঝানোর পরেও ‘টেস্টি টামি’র ব্যবসা বন্ধ করে দেন। তার কাছে আদির বাবার সিদ্ধান্তই চূড়ান্ত। এমনকি আদির বাবার হুমকি আসে, আনন্দী যদি নার্সিংহোমে কাজ করতে যায়, তবে তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন। নিজের স্বপ্নভঙ্গ হতে দেখে আনন্দী হতবাক হয়ে যায়। আদি প্রতিবাদ করতে গেলে তাকেও থামিয়ে দেয় বিজয়া। সংসারের শান্তি বজায় রাখতে বিজয়া আদির বাবার পাশে দাঁড়ায়। কিন্তু এর মধ্যেই আনন্দী সন্দেহ প্রকাশ করে সুপায়নের বিরুদ্ধে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Anondi Today Episode, Anondi Today Episode January 6, বাংলা সিরিয়াল, জি বাংলা, আনন্দী, আনন্দী আজকের পর্ব, আনন্দী আজকের পর্ব জানুয়ারি ৬

আনন্দী আদিকে জানায় যে সুপায়ন ভেন্ডারদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নিয়ে এবং খাবারের মান নিয়ে আপস করছে। এমনকি বাচ্চাদের খাবারে বিষ মিশিয়েছিল। এসব শুনে আদি স্তম্ভিত হয়ে যায়। আনন্দী এবং আদি ঠিক করে, তারা সুপায়নের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে। পরবর্তীতে তারা নার্সিংহোমে গিয়ে সবার আড়ালে প্রমাণ খুঁজতে শুরু করে।

তবে সমস্যা নতুন মোড় নেয়, যখন তিতির সেখানে পৌঁছে যায়। যদিও ভাগ্যের জোরে আদি ও আনন্দী ধরা পড়ে না। কিন্তু তাদের সামনে এখনো সুপায়নের সত্য উদ্ঘাটনের কঠিন কাজ বাকি। তাদের অভিযান কীভাবে সফল হবে তা নিয়ে দর্শকরা উৎসুক।

আরও পড়ুনঃ ফের নক্ষত্রপতন! চিরবিদায় ঋত্বিক ঘটকের ‘তিতাস’-এর অমর নায়ক প্রবীর মিত্র

আগামী পর্বের অপেক্ষা ক্রমশ বাড়ছে। আদি ও আনন্দী কি সুপায়নের সমস্ত অপকর্মের মুখোশ খুলতে পারবে? তাদের লড়াইয়ে কি বিজয়ীর হাসি ফুটবে? এই উত্তেজনা ভরপুর পর্বগুলি দর্শকদের প্রতিদিন টিভি স্ক্রিনের সামনে বসিয়ে রাখছে।