মহালয়ার আগেই বড় পালাবদল! স্টার জলসায় আসছে ‘লক্ষ্মী ঝাঁপি’ও ‘কম্পাস’! নতুনদের জায়গা করে দিতেই বিদায় ‘অনুরাগের ছোঁয়া’কে! গাঁজাখুরি গল্পের জেরে শেষ হচ্ছে এককালের ‘বেঙ্গল টপার’! কবে থেকে শুরু নতুন ধারাবাহিক?

স্টার জলসার (Star Jalsha) বহুচর্চিত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa Ending) অবশেষে বিদায় নিতে চলেছে প্রাইমটাইম স্লট থেকে! একসময় এই ধারাবাহিকই ছিল চ্যানেলের গর্ব—টিআরপিতে শীর্ষে থাকার সুবাদে এককালে ‘বেঙ্গল টপার’-এর মুকুটও উঠেছিল তার মাথায়। চলতি বছরই হাজার পর্ব পার করলেও, ধারাবাহিকের গল্পে গত কয়েক মাসে যেভাবে বাস্তবতা হারিয়ে গেছে, তা নিয়ে সোচ্চার হয়েছেন দর্শকরাই।

গাঁজাখুরি ট্র্যাক, অতিনাটকীয়তা আর যুক্তিহীনতা যেন দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ফলে বন্ধের দাবি উঠেছে একাধিকবার। এই পরিস্থিতিতে চ্যানেল কর্তৃপক্ষ শেষমেশ বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অন্দরমহলের খবর অনুযায়ী, স্টার জলসার নতুন দুই ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘কম্পাস’ এর পথ প্রশস্ত করতেই সরে যাচ্ছে অনুরাগের ছোঁয়া। ইতিমধ্যেই শুরু হয়েছে এই নতুন ধারাবাহিকগুলির প্রোমো প্রস্তুতির কাজ।

মহালয়ার আগেই এই দুই ধারাবাহিক অনএয়ারে আসবে বলেই জোর জল্পনা। বর্তমানে সন্ধ্যা স্লটে স্টার জলসায় পাঁচটি ধারাবাহিক সম্প্রচারিত হয়। এর মধ্যে জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ রয়েছে ৭:৩০-এর স্লটে, যেটি প্রোডাকশন হাউস কোনওভাবেই ছেড়ে দিতে চাইছে না। তাই এই স্লট অক্ষুণ্ণ রেখে নতুন ধারাবাহিককে কোথায় বসানো হবে, তা নিয়ে চলছে হিসেবনিকেশ। সম্ভাবনা আছে যে আবার ৬:৩০ স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক।

দর্শকদের উৎসাহ এখন ‘লক্ষ্মী ঝাঁপি’ আর ‘কম্পাস’ নিয়ে। লক্ষ্মী ঝাঁপি’র প্রোমো এলেও, ‘কম্পাস’-এর প্রোমো কবে আসবে, কে থাকছে মুখ্য ভূমিকায়, গল্পে নতুনত্ব কতটা—এসব নিয়েই উত্তেজনা তুঙ্গে। একটি ধারাবাহিক শেষ মানেই যে অন্য কিছুর শুরু—তা নিয়ে আপাতত আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষও। পরিবর্তনের হাওয়ায় দর্শকরাও আশা রাখছেন, হয়তো এই নতুন ধারাবাহিকগুলিতে আবার গল্প বলার সেই পুরনো ছন্দ ফিরে আসবে।

আরও পড়ুনঃ অনির্বাণের পর এবার পরমব্রত! পিতৃকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরতেই অনিশ্চয়তার মুখে তিনি! অভিনেতার কণ্ঠে শোনা গেল উদ্বেগের সুর! কাজ না পাওয়ার আশঙ্কা ঘিরে ধরছে একাধিক টলিউড ব্যক্তিত্বদের!

অন্যদিকে শুরুতেই বাজিমাত করছে, স্টার জলসার ‘রানী ভবানী’! তবে ধারাবাহিক জগতে জায়গা পাকা করতে গেলে কেবল টিআরপি নয়, দর্শকদের আবেগ এবং যুক্তিবোধের প্রতিও সচেতন থাকতে হয়—এই পাঠ বারবার মনে করিয়ে দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’-র মত জনপ্রিয় একটি ধারাবাহিকের পতন। তাই স্টার জলসার এই সাহসী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছেন দর্শক ও বিশ্লেষক সকলেই।