স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম নাম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসায় ভর করে এগিয়ে চলেছে। সূর্য ও দীপার গল্প একাধিকবার নতুন আঙ্গিকে ফিরে এসেছে, কখনও গুজব উঠেছে ধারাবাহিক শেষ হতে চলেছে, আবার কখনও নতুন মোড় নিয়ে গল্পে এসেছে ভিন্ন স্বাদ। এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষস্থান না পেলেও, ধারাবাহিকভাবে সেরা দশের ভেতর নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।
সেই জনপ্রিয়তাকে ভর করেই এবার একেবারে অন্য রূপে পর্দায় ফিরতে চলেছে এই ধারাবাহিক। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই বদলের ইঙ্গিত মিলেছে। এবার থেকে পুরনো গল্প আর থাকবে না, বরং একেবারেই নতুন অধ্যায় নিয়ে হাজির হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। প্রোমোতে দেখা যাচ্ছে তিয়াশা লেপচা ও রাহুল মজুমদারকে। পাশাপাশি থাকছেন স্বস্তিকাও, তবে দর্শকের প্রিয় দিব্যজ্যোতিকে দেখা যাবে না এই নতুন গল্পে।
অনেক দর্শকের কাছে এটি এক বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। চরিত্রগুলির নামও নতুন করে সাজানো হয়েছে—স্বস্তিকা থাকবেন সুদীপা চরিত্রে, রাহুল আদিত্য হিসেবে আর তিয়াশা পরমার ভূমিকায়। নতুন গল্পে তিয়াশাকে দেখা যাবে এক অভিজাত পরিবারের মেয়ের চরিত্রে, অন্যদিকে রাহুলকে দেখা যাচ্ছে একজন দক্ষ পুলিশ অফিসারের ভূমিকায়। নতুন প্রোমোর শুরুতেই মঞ্চে পুরস্কার বিতরণের একটি দৃশ্য উঠে এসেছে।
কৃতী ছাত্রী হিসেবে স্বস্তিকাকে পুরস্কার নিতে মঞ্চে ডাকা হয়। স্বস্তিকা সেখানে জানায়, অতীতে মাকে বাঁচাতে পারেনি, কিন্তু একদিন বড় ডাক্তার হয়ে সকলকে সাহায্য করার ইচ্ছা তার। সেই সময় পুরস্কার দেওয়ার দায়িত্বে থাকা রাহুল হঠাৎ জরুরি ফোন পেয়ে অনুষ্ঠান মাঝপথে ছেড়ে চলে যায়। এই ঘটনাই গল্পের মূল সূত্রপাত। অন্যদিকে রাহুলের সঙ্গে তিয়াশার ফোন কথা নিয়ে স্বস্তিকার সঙ্গে রাহুলের লাগে দ্বন্দ্ব।
আরও পড়ুনঃ “আমার মেকআপ রুমে ঢুকেই দেখি, তরুণরা পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে!” “আজকাল কেউ সিনিয়রদের কদর করে না, আর কাজ করতে চাই না!”— অভিমানী শকুন্তলা বড়ুয়ার স্বীকারোক্তি! অবহেলা, অপমানে কাজ থেকে সরে আসার ইঙ্গিত বর্ষীয়ান অভিনেত্রীর!
পরের দৃশ্যে ঘটে যায় এক বড় দুর্ঘটনা। স্বস্তিকার বাবা, যিনি নিজেও একজন পুলিশ, রাহুলের সঙ্গে একটি মিশনে বেরোন। হঠাৎই গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনাকে ঘিরেই গল্পে আসবে টানটান উত্তেজনা। উল্লেখ্য, বাংলা টেলিভিশনে আগে বহুবার পুরোনো ধারাবাহিকের জায়গায় অন্য ধারাবাহিক শুরু হয়েছে। কিন্তু চলতি ধারাবাহিকের মধ্যেই গল্প একেবারে পাল্টে গিয়ে নতুন আঙ্গিকে চালিয়ে যাওয়ার নজির এটাই প্রথম। আগামী ৪ সেপ্টেম্বর রাত ৯:৩০ এ শুরু হবে ‘অনুরাগের ছোঁয়া’র এই নতুন অধ্যায়।