অবশেষে পেলেন অভিনয়ের পুরস্কার! সবাইকে হারিয়ে পার্শ্ব চরিত্রের সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন দজ্জাল শাশুড়ি কৃষ্ণা ওরফে অরিজিতা

বাঙালির বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম অবশ্যই টেলিভিশন (Television) । ‌আসলে এই টেলিভিশনের মধ্যে দিয়েই পর্দায় উঠে আসে বাঙালি জনজীবনের বিভিন্ন চরিত্র। আর সেই কারণেই বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম অবশ্যই টেলিভিশন। ধারাবাহিকের গল্প, অভিনেতাদের অভিনয় আলাদাভাবে আকৃষ্ট করে দর্শকদের। আর সেই রকমই একটি ধারাবাহিক হল জি বাংলার নিম ফুলের মধু (Neem Phooler Madhu)

বিগত দু’বছর ধরে সাফল্যের সঙ্গে এই ধারাবাহিক বাঙালি দর্শক মনে রাজত্ব করছে। এই ধারাবাহিকের মূল নায়িকা পল্লবী শর্মা, ও নায়ক রুবেল দাস। অতি অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রই নিজেদের অভিনয়ের জন্য দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে। পজিটিভ থেকে নেগেটিভ প্রত্যেকটি চরিত্রই নিজ নিজ অভিনয় দক্ষতায় আলোকিত করেছেন নিজেদের। ‌ এই ধারাবাহিকে একজনের অভিনয়ে মুগ্ধ করেছে নেটিজেনদের তিনি হলেন অরিজিতা মুখোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি বাবুউউউ’র মা।

এখন হালকা পজেটিভ হলেও শুরু থেকে কিন্তু দারুণ রকমের নেগেটিভ চরিত্রকে পর্দায় বাস্তবায়িত করেছেন এই অভিনেত্রী। ‌ এই ধারাবাহিকে নিজের চরিত্রের জন্য কম মুখ ঝামটা সহ্য করতে হয়নি তাকে। এই ধারাবাহিকে কার্যত নজরকাড়া অভিনয় করছেন অরিজিতা। লন্ডনে থিয়েটারের প্রশিক্ষক এই বাঙালি অভিনেত্রীর অভিনয় এতটাই বাস্তবধর্মী যে দর্শকরা চরিত্রের সঙ্গে আসল মানুষটাকেই গুলিয়ে ফেলেছেন। বলা যায় কৃষ্ণা নামক চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করেছেন অরিজিতা। ভীষণ রকম পরিণত, বুদ্ধিদীপ্ত তাঁর অভিনয়।

আরও পড়ুন: “সৌমীতৃষার জনপ্রিয়তার জন্য‌ই ওকে নেওয়া হয়নি!” মিঠাইকে নিয়ে স্পষ্ট মন্তব্য পরিচালকের

আর একজন অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় তখনই সাফল্যমন্ডিত হয়ে যখন তার দর্শকদের কাছে প্রশংসা পায়। সেই সঙ্গে অভিনেতা বা অভিনেত্রীর হাতে যদি ওঠে সাফল্যের পুরস্কার তাহলে তো সোনায় সোহাগা। আর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজের দারুণ অভিনয়ের জন্য পুরস্কৃত হলেন অরিজিতা। Tv9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’-এ পাঁচজন অভিনেত্রীর মধ্যে পার্শ্বচরিত্রে সবাইকে হারিয়ে শেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন অরিজিতা মুখোপাধ্যায়। অভিনেত্রীর এই সাফল্যে ব্যাপক খুশি তার ভক্তরা।

You cannot copy content of this page