“সৌমীতৃষার জনপ্রিয়তার জন্য‌ই ওকে নেওয়া হয়নি!” মিঠাইকে নিয়ে স্পষ্ট মন্তব্য পরিচালকের

টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হওয়া মিঠাই (Mithai) ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ছিলেন তিনি। এই চরিত্রটি সৌমীতৃষাকে প্রভূত জনপ্রিয়তা এনে দেয়। তবে বর্তমানে তিনি কাজ করেছেন ওয়েব সিরিজে। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সৌমীতৃষা।‌

‘কালরাত্রী’র অভিজ্ঞতা ভাগ করলেন সৌমীতৃষা

টেলিভিশন থেকে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী সৌমীতৃষা।‌ ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করার পর বড় পর্দায় কাজ করার সুযোগ পান অভিনেত্রী। দেবের সিনেমা ‘প্রধানে’ রুমির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ সৌমীতৃষা। তাই সিনেমায় অভিনয়ের পর ওয়েব সিরিজে কাজ করলেন তিনি। ‌

entertainment

বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অভিনেতা কিংবা অভিনেত্রীদের বেছে নেওয়া হয় তাঁদের জনপ্রিয়তার জন্য। সৌমীতৃষার ক্ষেত্রেও কি তাই? সৌমীর সদ্য অভিনীত ওয়েব সিরিজের পরিচালক বললেন, সৌমীতৃষার জনপ্রিয়তার জন্য তাঁকে নেওয়া হয়নি। বরং অভিনয় দক্ষতার জন্যই এই সিরিজের প্রধান মুখ হয়ে উঠেছেন সৌমীতৃষা কুন্ডু।

নতুন ওয়েব সিরিজের কাজ নিয়ে সৌমীতৃষা বেশ খুশি।‌ জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের পর্দায় মুক্তি পাবে সৌমীতৃষা অভিনীত ‘কালরাত্রি’। এই ডিসেম্বরের মুক্তি পাওয়ার কথা এই ওয়েব সিরিজ-এর। সিরিজে অভিনয় করবেন অন্যান্য জনপ্রিয় কলাকুশলীরা। এই সিরিজে অভিনয়ে এক আলাদা অভিজ্ঞতা। স্বীকার করলেন সৌমীতৃষা।

আরও পড়ুনঃ মাত্র ৩০-এ স্তদ্ধ হল জীবন! নিজের বাড়িতেই উদ্ধার জনপ্রিয় টেলি অভিনেত্রীর দেহ

গুরুত্বপূর্ণ তিন মাধ্যম টেলিভিশন, বড় পর্দা ও ওয়েব সিরিজের পর্দায় ‌দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সৌমীতৃষা কুন্ডু। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছিলেন, হিন্দি ধারাবাহিক এর‌ অফার পেয়েছিলেন তিনি। ডাক এসেছিল বিগ বস থেকেও। ‌কিন্তু সময়ের অভাবে ‌ ফিরিয়ে দিতে হয়েছিল সেই সকল অফার। সৌমীর কথায়, পরপর আরো অনেকগুলি কাজ আসছে। ‌ নিজের ব্যস্ত জীবন নিয়ে ভালোই আছেন মিঠাই রানী।