অনুরাগের ছোঁয়ায় নতুন হিরো, বড় হয়ে যাবে সোনা-রূপা! সূর্যকে ডিভোর্স দিচ্ছে দীপা

গত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় এক নম্বর থাকার পর, হয়েছে সম্প্রতি হয়েছে ছন্দপতন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। ‘জগদ্ধাত্রী’ ও ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের জৌলুশে ফিকে পড়েছে, মিশকার মা হওয়া ও তার নেপথ্য কাহিনী। তাই এক ধাক্কায় টিআরপির (TRP) তালিকায় নেমে ৩ নম্বরে চলে এসেছে এই সিরিয়াল। চলতি সপ্তাহের টিআরপি রিপোর্ট দেখেই তাই চোখ ছানাবড়া দর্শকদের।

ধারাবাহিকে এই মুহূর্তে চলছে টান-টান উত্তেজনা। চলছে মিশকার সাধের অনুষ্ঠান। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, সেনগুপ্ত বাড়িতে গমগম করছে অতিথিদের উপস্থিতিতে। এদিন অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসের লোকজনও। সেখানেই গল্প মোড় নেয় অন্যদিকে। মিশকা জানায়, আইভিএফ পদ্ধতিতে নয়, মধ্যপ অবস্থায় সূর্যের সঙ্গে শারীরিক মিলনের ফলেই জন্ম নিয়েছে এই সন্তান।

এখন প্রশ্ন হল, মিশকার চাপে পড়ে কি দীপাকে ডিভোর্স দেবে সূর্য? নাকি মিশকার মুখোশ খুলতে সক্ষম হবে দীপা? সেনগুপ্ত পরিবার কি পারবে মিশকার ষড়যন্ত্র থেকে বাঁচতে? প্রশ্ন অনেক।

তবে সূত্রের খবর বলছে, বড় হয়ে যাবে সোনা ও রুপা। সিরিয়ালে আসবে নতুন মুখ। সূত্রের খবর, সোনার বড় বেলার চরিত্র দীপাই করবে। মা ও মেয়ে দ্বৈত রোল প্লে করবে দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। আর রুপার চরিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য সেন। ইতিপূর্বে, আমরা অভিনেত্রী ঐশ্বর্য সেনকে দেখা গিয়েছিল ইচ্ছেনদী সিরিয়ালে। টুয়ার চরিত্রে অভিনয় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। ঐশ্বর্যই হলেন শুভদৃষ্টি সিরিয়ালের হিরোইন দৃষ্টি।

স্টুডিও পাড়া আরো জানিয়েছে, স্টার জলসার ‘গানের ওপারে’ ও জি বাংলার ‘জামাই রাজা’ খ্যাত অর্জুন চক্রবর্তী আসতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে। তাঁর চরিত্রটি হবে একজন ডাক্তারের চরিত্র। তবে এই চরিত্রটি ক্যামিও অ্যাপিয়ারেন্স হয়ে মিশকার পর্দাফাঁসের প্রয়োজনে আসছে? নাকি পরবর্তীতে টাইম লীপের পর সোনা বা রূপার নায়ক হিসেবে দেখা যাবে অর্জুনকে? যদিও তা কনফার্ম নয় চ্যানেলের তরফ থেকে।

ঠিক তারপরেই সামনে এলো সিরিয়ালের নতুন একটি প্রোমো। ডিভোর্স দিতে হবে এবং অবশেষে বুঝতে পারে সই করে দিল দুজনে। দেখা যায় দীপার জন্য এক নতুন নায়ক রয়েছে এবং সে হল অর্জুন চক্রবর্তী।

You cannot copy content of this page