ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক জিতু কমল এবং নায়িকা দিতিপ্রিয়ার মধ্যে ক্রমবর্ধমান কলহ নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। তাঁর মতে, অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিকটি এইভাবে বন্ধ হওয়া একেবারেই কাম্য নয়।
শান্তিলাল জানিয়েছেন, শনিবার প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ, জিতু এবং দিতিপ্রিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। সঙ্গে ছিলেন ফোরামের সম্পাদক শান্তিলাল, কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই সদস্য। তবে বৈঠক হওয়া সত্ত্বেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। রবিবার রাতে নতুন করে বৈঠক হবে এবং সেই সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদকের কথায়, ধারাবাহিকের নায়ক-নায়িকার কলহ দর্শকদের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, দর্শকরা উভয়কেই একসাথে দেখতে চায়, এককে বাদ দিয়ে অন্যকে পছন্দ করে না। তাই জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে সমাধান খুঁজে তাদের একসাথে শট দিতে উৎসাহিত করা হচ্ছে। ফোরাম শেষ মুহূর্ত পর্যন্ত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন শান্তিলাল।
প্রকৃত সমস্যার দিকে তাকালে বোঝা যায়, সমাজমাধ্যমে নায়িকাকে হেনস্থা করা এবং ব্যক্তিগত মতানৈক্যই মূল কারণ। ধীরে ধীরে এই পরিস্থিতি নায়িকার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তার অভিনয়ে প্রভাব ফেলছে। তাই ফোরাম বিভিন্ন সমাধানসূত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুনঃ ‘সেই দুই বোনের গল্প, এত জনপ্রিয়তার পরেও ‘আঁখি-ঝিলিক’ না হয়ে ‘উজি-নিশা’ পেল সেরা জুটি!’ ‘পুরস্কার লাগবে না, আঁখি-ঝিলিক আমাদের মনে থাকবে আজীবন!’– মনোনীত হয়েও বাদ, জিতে গেল ‘জোয়ার ভাটা’, তীব্র প্রতিক্রিয়া ‘দুই শালিক’ ভক্তদের! টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নিয়ে ফের বিতর্ক!
মহিলা কমিশনের সভাপতি লীনা গঙ্গোপাধ্যায় জানান, নতুন করে দিতিপ্রিয়া কোনো অভিযোগ জমা দেননি। ফলে, নতুন কোনো আনুষ্ঠানিক সমস্যা এখনো সামনে আসেনি। দর্শকরা এখন কেবল অপেক্ষা করছেন, জিতু ও নায়িকা একসাথে শট দিতে পারবে কি না, এবং ধারাবাহিকটি কি নিরাপদে সম্প্রচারিত হবে।






“ও মাই গড! এমন গ্ল্যামারাস প্রযোজক, কাঞ্চন ভীষণ মিস করছে!” শ্রীময়ীর ভাইরাল মন্তব্য ঘিরে ফের শোরগোল! ‘এমন একটা স্ত্রী হলে আর চিন্তা নেই, নির্লজ্জের মতো স্বামীর জন্য নতুন সুন্দরী খুঁজতে বেরিয়েছে!’ ‘তিনটে বিয়ে করেও শখ মেটেনি! আরও গ্ল্যামারের মেয়ে দরকার?’ কটা’ক্ষবিদ্ধ কাঞ্চনপত্নী!