চলতি মাসের ২০ তারিখ অনুষ্ঠিত হয় বাংলা টেলিভিশনের অন্যতম বিশেষ ‘টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এটিকে ঘিরেই সেদিন ধনধান্য অডিটোরিয়ামে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে ছোট পর্দার বহু তারকাকে তাদের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সবাইকে পুরস্কার তুলে দেন। এই অনুষ্ঠানে মোট ৪১টি বিভাগের ১১টি ধারাবাহিক পুরস্কৃত হয়েছে। ‘সেরা জুটি’র বিশেষ পুরস্কারও প্রদান করা হয়েছে এবং তার মধ্যে অন্যতম নাম ছিল অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাটা’তে (Jowar Bhanta) তাদের অভিনয় অল্প সময়ে এতটা নজর কেড়েছে যে, জুটি হিসেবে এই খেতাব ছিনিয়ে নিয়েছে তারা। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকরা এটি অত্যন্ত পছন্দ করছেন। দীর্ঘ সময় পরে ছোট পর্দায় শ্রুতিকে দেখায় দর্শকদের খুশি, আরাত্রিকাও তার অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করছেন। বিশেষ করে শ্রুতির অভিনয় এই ধারাবাহিকে দর্শকদের বিশেষভাবে টানছে। ধারাবাহিকটির কেন্দ্রে রয়েছে দুই বোন উজি এবং নিশার জীবন সংগ্রাম আর বাবার মৃ’ত্যুর প্রতিশোধ নেওয়ার গল্প।
তবে, সবচেয়ে চর্চায় এখন শ্রুতি আর আরাত্রিকার এই জুটির পুরস্কার। সাধারণত জুটি হিসেবে একজন নায়ক একজন নায়িকার পায় এই পুরস্কার। ব্যতিক্রমী হিসেবে দুই অভিনেত্রী এবার জুটির পুরস্কার জেতায় অনেকেই প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন। এই প্রসঙ্গে উঠে এসেছে বছরের শুরুর থেকে শেষ হওয়া স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’এর কথা। প্রসঙ্গত, ধারাবাহিকের গল্পেও দুই বোনের জীবন নিয়েই ছিল। সেই ধারাবাহিকের আঁখি এবং ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে তিতিক্ষা দাস আর নন্দিনী দত্ত।
খুব অল্প সময় হলেও, এই ধারাবাহিকের দেবা-আঁখি জুটি অন্যদিকে ঝিলিক-গৌরব জুটির ভক্ত সংখ্যা ছিল যথেষ্ট বেশি। তবে বর্তমান পরিস্থিতিতে টিআরপি সেভাবে উন্নতি করতে না পারায় ধারাবাহিকটি ৬ মাসের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু আজও এই ধারাবাহিকের ভক্তরা আফসোস করেন, নতুন ভাবে দেখতে চান ওই জুটিদের। এতটা জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, আঁখি-ঝিলিক সেরা জুটি তো দূরের কথা তেমন কোনও বিশেষ সম্মান পায়নি !ধারাবাহিকটি অল্প পর্বের হলেও, কোনও অ্যাওয়ার্ড শোতেই বিশেষ পুরস্কার লাভ করেনি।
আরও পড়ুনঃ টলিউডে শো’কের ছায়া! বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় চিত্রগ্রাহক ভিকির ঝু’লন্ত দেহ, স্তব্ধ সহকর্মীরা, শোকস্তব্ধ পরিচালক রাজা চন্দ, প্রেমেন্দুবিকাশ চাকী
তবে, এবারের ‘টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’তে নাকি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তারা! কিন্তু কোনও পুরস্কার জিততে পারল না বরাবরের মতো। অন্যদিকে, একই প্রায় দুই বোনের গল্প হওয়া সত্বেও ‘উজি-নিশা’ সেরা জুটি হয়ে গেল! সমাজ মাধ্যমে এই নিয়ে চলছে জোর চর্চা। এবার ‘দুই শালিক’-এর রেগে আগুন! কেউ বলছেন, ‘নমিনেশনে রেখে নাটক করার কি ছিলো! ‘দুই শালিক’এর এত ক্রেজ হওয়া সত্ত্বেও নাকি সেরা ধারাবাহিক ‘দুই শালিক’ বা সেরা জুটি ‘আঁখি-ঝিলিক’ হয়নি!’ অন্যজন বলেছেন, ‘ফালতু একটা অ্যাওয়ার্ড শো ছিলো। যাকে ইচ্ছে তাকেই ধরিয়ে দিয়েছে পুরস্কার। আমাদের পুরস্কার লাগবে না, আঁখি-ঝিলিক আমাদের মনে থাকবে আজীবন!’






“ও মাই গড! এমন গ্ল্যামারাস প্রযোজক, কাঞ্চন ভীষণ মিস করছে!” শ্রীময়ীর ভাইরাল মন্তব্য ঘিরে ফের শোরগোল! ‘এমন একটা স্ত্রী হলে আর চিন্তা নেই, নির্লজ্জের মতো স্বামীর জন্য নতুন সুন্দরী খুঁজতে বেরিয়েছে!’ ‘তিনটে বিয়ে করেও শখ মেটেনি! আরও গ্ল্যামারের মেয়ে দরকার?’ কটা’ক্ষবিদ্ধ কাঞ্চনপত্নী!