আবার ফিরছেন ভাগ্যলক্ষীর অস্মিতা! দেখুন নতুন রূপে নতুন সিরিয়ালে

আগামী 16 ই মে থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক খেলনা বাড়ি। মুখ্য চরিত্রে রয়েছেন কে আপন কে পর সিরিয়াল খ্যাত বিশ্বজিৎ ঘোষ এবং সান বাংলার নায়িকা আরাত্রিকা মাইতি। এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন আরো এক বিখ্যাত নায়িকা। কে সে?

অস্মিতা চক্রবর্তীকে অনেকেই চেনেন। তিনি এর আগে ভাগ্যলক্ষী ধারাবাহিকে অভিনয় করেছেন। রিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অস্মিতা।

তাছাড়াও ফেলনা, সাঁঝের বাতি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এবার ফিরে আসছেন এক নতুন ধারাবাহিকে। সেই ধারাবাহিক হলো খেলনা বাড়ি।

জি বাংলায় কামব্যাক করছেন তিনি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে, এটাই লেটেস্ট খবর। স্টার জলসা সিরিয়াল প্রথম জি বাংলায় পা রাখতে চলেছেন তিনি। তবে অস্মিতা ছাড়াও ভাগ্যলক্ষী ধারাবাহিকের আরেক অভিনেত্রী স্বাগতা সেন এই নতুন ধারাবাহিকে অভিনয় করবেন। দশক মুখিয়ে আছে কবে পর্দায় দেখা যাবে ‘রিয়া’কে।

You cannot copy content of this page