“বর্ষার জন্যই দেখি, খল চরিত্র হয়েও সত্যিটাই বলে!” “এই বয়সে এমন অভিনয় অনেক নায়িকাও পারে না…খলনায়িকা নয়, বর্ষা সমাজের আয়না!”— বর্ষা চরিত্রে নজর কেড়েছেন শিঞ্জিনী! দর্শকদের মতে, ‘চিরসখা’র সাফল্যের অন্যতম মুখ তিনি!

প্রতিদিন সন্ধ্যা নামলেই কমবেশি প্রতিটি বাঙালি ঘরেই ধারাবহিকপ্রেমীরা ছোটপর্দার সামনে বসে পড়ে। যেন পর্দার গল্পগুলোর প্রতিটা আবেগ, সম্পর্ক, টানাপোড়েন তাঁদের নিজেদের জীবনেরই প্রতিফলন। ঠিক তেমনই এক পরিবারের কাহিনি নিয়ে এগোচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha)। এই গল্পের নেপথ্যে রয়েছে কমলিনীর সংসার। যেখানে ভালো-মন্দ, হাসি-কান্না, বিরোধ আর ভালোবাসা— সব মিলিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম গল্প।

কিন্তু একটা ধারাবাহিক তখনই দর্শকের মনে ছাপ ফেলে, যখন এর চরিত্ররা নিছক কাল্পনিক মনে না হয়ে একেবারে বাস্তবের মতো লাগে। এই কারণেই দর্শকের নজর এখন গিয়ে পড়েছে বুবলাই এবং তাঁর স্ত্রী বর্ষার চরিত্রে। বিশেষ করে বর্ষা— যার স্পষ্টভাষী, দৃঢ় এবং অকপট ব্যক্তিত্ব একদিকে তাঁকে খল চরিত্রের আসনে বসিয়েছে, আবার অন্যদিকে কিছু দর্শকের কাছে বানিয়েছে তাঁদের প্রিয় চরিত্র। যেভাবে সে নিজের মতামত স্পষ্ট করে বলে ফেলে, তাতে অনেকে খারাপও মনে করেন, কিন্তু অনেকেই বলে— বর্ষা আসলে সত্যিটাই বলে।

এই বর্ষা চরিত্রে অভিনয় করছেন তরুণী অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। তাঁর সংলাপ বলার ধরন, মুখের অভিব্যক্তি আর আত্মবিশ্বাসী উপস্থিতি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। সমাজ মাধ্যমে এখন রীতিমতো আলোচনা চলছে শিঞ্জিনীর অভিনয় নিয়ে। কেউ লিখেছেন, “চিরসখা দেখি শুধুমাত্র বর্ষা চরিত্রটার জন্য,” আবার কেউ বলেছেন, “এই বয়সে এরকম পারফরম্যান্স বহু অভিজ্ঞ নায়িকার পক্ষেও কঠিন।” এভাবেই শিঞ্জিনী নিজের দক্ষতায় ধারাবাহিকের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

বর্তমান পর্বে গল্পের মোড় আরও জটিল হয়েছে। বড় ছেলে বুবলাই কমলিনী ও তাঁর নতুন জীবনের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে যে কঠিন পদক্ষেপ নিয়েছে, তাতে একদিকে শোকাহত পুরো পরিবার, অন্যদিকে বর্ষা রয়ে গেছে দৃঢ়। সে শ্বাশুড়ির মুখের উপর বলেছে, “যা আজীবন বুবলাই মেনে নিতে পারেনি, আজ সেটাই ঘটিয়ে— এখন কান্নার কোনও মানে নেই।” এই একটিমাত্র সংলাপেই ফুটে উঠেছে বর্ষার মানসিক দৃঢ়তা, যেটা তাঁকে আলাদা করে তুলেছে বাকিদের থেকে।

আরও পড়ুনঃ “সাধারণ মানুষ মাকে সামনে থেকে দেখতেও পারে না, এরা ভিআইপি তাই ঠাকুরের সঙ্গে যা ইচ্ছা করছে!” “আমরা মাকে এক ঝলক দেখতে লাইন দিয়েও পাই না, কিন্তু পান শুধু অ’পকর্ম করা সন্তানরাই!”— কৃষভির জন্মদিনে কৃষভিকে ঠাকুরের গায়ের সঙ্গে ঠেকিয়ে পুজো দেন কাঞ্চন-শ্রীময়ী! ভিডিও দেখে তোপ নেটিজেনদের!

‘চিরসখা’-র জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে, তার বড় কারণ নিঃসন্দেহে শিঞ্জিনীর অভিনয়। একসময় যাঁকে দর্শক খল চরিত্র হিসেবে দেখতেন, এখন তাঁর সংলাপেই অনেকেই নিজেদের সুর খুঁজে পাচ্ছেন। বর্ষা চরিত্রের এই বাস্তবতা, শিঞ্জিনীর পরিপক্ক উপস্থাপন এবং দৃশ্যের গভীর আবেগ—সব মিলিয়ে ধারাবাহিকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আর এভাবেই শিঞ্জিনী আজ টেলিভিশনের সেই নতুন মুখ, যাকে ঘিরে দর্শকের প্রত্যাশা দিন দিন বাড়ছে। আপনাদের কেমন লাগছে বর্ষা চরিত্রে শিঞ্জিনীর অভিনয়?

You cannot copy content of this page