বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় এখন নিত্য নতুন ধারাবাহিকের সমাহার। আজ এই ধারাবাহিক আসছে তো কাল অন্য ধারাবাহিক চলে যাচ্ছে। তবে চ্যানেলে এমন একটা সময় চলতে থাকে যখন একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসতে থাকে। আর সেই রকমই এই মুহূর্তে জলসা জমজমাট। একের পর এক নিত্য নতুন ধারাবাহিক এসেই চলেছে পর্দায়।
যথারীতি নতুন সব ধারাবাহিকের আগমনে জমে গেছে টিআরপির খেলা। একটা সময় জি বাংলার কাছে মুখ থুবড়ে পড়া স্টার জলসা ফের বলীয়ান হয়েছে ক্ষমতায়। নতুন শুরু হওয়া ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ, গৃহপ্রবেশ টিআরপি তালিকাতে ফের একবার চমকে দেওয়া ফল করেছে। যার ফলে আবারও পুরনো গতি পেয়েছে চ্যানেল।
কিছুদিন আগেই জলসার পর্দায় শুরু হয়েছে দু’দুটি নতুন ধারাবাহিক। রাঙামতি তীরন্দাজ ও দুই শালিক। একই সময় একই দিন থেকে শুরু হয়েছিল এই দুটি ধারাবাহিক। বলাই বাহুল্য, দুই শালিক ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের মধ্যে যতটা উন্মাদনা ছিল ততটা উন্মাদনা কিন্তু রাঙামতি ধারাবাহিকটিকে নিয়ে ছিল না দর্শকদের মধ্যে। যদিও একটা ধারাবাহিক পেয়েছিল প্রাইম সল্ট অন্য ধারাবাহিকটির কপালে তা জোটেনি। ভক্তদের দাবি ছিল, যদি দুই শালিক প্রাইম সল্ট পেত তাহলে অন্য ধারাবাহিক গুলি আর টিকতে পারত না।
আরও পড়ুনঃ “মানুষ বেঁচে থাকলে তার বিষয়ে কিছুতেই ভালো বলবে না, মরলেই ভালো ভালো কথা” অকপট ঋতব্রত মুখার্জি
কিন্তু শিঁকে ছেঁড়েনি দুই শালিকের। প্রাইম স্লট না পাওয়া টিআরপি তালিকার প্রথম পাঁচে শুরুর পর থেকে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিকটি। আর এবার গুঞ্জন উঠেছে, তিতিক্ষা নন্দিনীর এই ধারাবাহিক নাকি এবার বন্ধের মুখ দেখতে চলেছে। ইতি পূর্বে জলসায় বহু ধারাবাহিক কম টিআরপির কারণে দু-তিন মাসের মাথায় বন্ধ হয়ে গেছে। শোনা যাচ্ছে আর এই একই ঘটনার পুনরাবৃত্তি নাকি হতে চলেছে দুই শালিকের ক্ষেত্রেও। তবে এখনও এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। হতে পারে স্লট পরিবর্তন করে দুই শালিককে নব জীবন দান করা হতে পারে। এবার দেখার চার চার জন নায়ক নায়িকা সম্বলিত এই ধারাবাহিকের ভাগ্যে কি রয়েছে!