বাংলা সিরিয়ালের টিআরপি টানতে ভরসা বাঘ, কুমির!ধারাবাহিকের অবনতি দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

বাংলা ধারাবাহিকগুলোতে হঠাৎ করেই বন্যপ্রাণীর ভিড়! কোথাও জলে কুমীর, কোথাও ডাঙায় বাঘ! ‘ফুলকি’, ‘খেলনাবাড়ি’, আর নতুন করে ‘কোন গোপনে মন ভেসেছে’-এও যুক্ত হলো শহরের বুকে চিতাবাঘের কাহিনি। এই সব ধারাবাহিকে একের পর এক বন্যপ্রাণীর উপস্থিতি শুধু চিত্রনাট্যের জন্য না কি টিআরপি বাড়ানোর চেষ্টায়? পরিচালক থেকে দর্শক— সবাই নিজ নিজ মতামত দিচ্ছেন, আর প্রতিটি ধারাবাহিকের মন্তব্য বিভাগ ভরে উঠেছে নানা রসালো প্রতিক্রিয়ায়।

বাংলা সিরিয়ালের টিআরপি বাড়াচ্ছে বাঘ, কুমির!

সম্প্রতি ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা বন্যার জলে ভেসে আসা কুমীরের মুখোমুখি হয়েছিলেন। এই ধরনের ঘটনা পর্দায় দেখানো সত্যিই শ্বাসরুদ্ধকর এবং দর্শকও বেশ উপভোগ করেছে। তার আগে ‘খেলনাবাড়ি’ ধারাবাহিকে নায়ক সুন্দরবনের কুমীরের সঙ্গে বিপদের মুখে পড়েছিলেন। এমন টানটান উত্তেজনার মুহূর্তগুলো দর্শকের মন জয় করছে ঠিকই, তবে কিছু দর্শক একে বিদ্রূপের চোখেও দেখছেন, মনে করছেন এগুলো গল্পের গাঁথুনি নয়, বরং কৌশলে টিআরপি ধরার প্রয়াস।

এখন জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের প্রচারে দেখা গেছে, শহরের বাড়ির ভিতরে চিতাবাঘ ঢুকে পড়ছে! স্বাভাবিকভাবেই এই ঝলক দেখে দর্শক প্রশ্ন তুলেছেন— “এটা কি বাস্তবসম্মত?” কেউ কেউ মজা করে লিখেছেন, “এবার কুমীর এলে শ্যামলী ওর পিঠে নাচবে।” কারও মন্তব্য, “দরজায় হাতি বাঁধা থাকলেও ভালো হত।” কিছু দর্শক আবার ‘কথা’ ধারাবাহিকের সঙ্গেও তুলনা টেনেছেন, যেখানে চিতাবাঘের কাহিনি আগেই দেখানো হয়েছিল।

‘কোন গোপনে মন ভেসেছে’র পরিচালক শ্রীজিৎ রায় দাবি করেছেন, ধারাবাহিকের চিতাবাঘের কাহিনি পুরোটাই চিত্রনাট্যের প্রয়োজনে তৈরি, নকলনবিশি নয়। তিনি উল্লেখ করেন, উত্তরবঙ্গে চিতাবাঘের ভয়ংকর স্মৃতি নায়িকা শ্যামলীর জীবনে গভীর প্রভাব ফেলে। তাই এই প্রাণীকে গল্পে যুক্ত করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, বন্যপ্রাণীর দৃশ্য শুট করতে বন দফতরের অনুমতিও নেওয়া হয়েছে। তবে তাঁর এই যুক্তির পরও দর্শক সমালোচনা থেমে থাকেনি।

শ্রেষ্ঠ টিআরপি পাওয়ার দৌড়ে থাকা ধারাবাহিকগুলো কাহিনির মধ্যে চমক তৈরি করতে এমন দৃশ্য অন্তর্ভুক্ত করছে। শ্রীজিৎ নিজেই স্বীকার করেছেন যে, বন্যপ্রাণীর উপস্থিতি দর্শক আকর্ষণের একটা মাধ্যম। তাঁর কথায়, “দর্শক উপভোগ করেন বলেই টিআরপি-তে ভাল ফল।” এটাই তো আসল বিষয়, টিআরপি থাকলেই নির্মাতারা খুশি, গল্প যতটাই অস্বাভাবিক হোক না কেন।

আরও পড়ুনঃ আঁখির প্রেমে মাতোয়ারা দেবা! লাল আবিরে রাঙিয়ে দিল আঁখির গাল!

পরিশেষে, দর্শকের মন জয় করার জন্য গল্পে নাটকীয়তা ও চমকের প্রয়োগ আজকাল রীতিমতো জনপ্রিয়। কিছু দর্শক এটাকে কৌশল ভাবলেও অন্যরা উপভোগ করছেন বলেই ধারাবাহিকগুলো এই ধরনের বন্যপ্রাণীর গল্প নিয়ে বারবার ফিরে আসছে।