বাংলা বিনোদনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হলো জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। এই শোয়ের প্রতিটি সিজনেই উঠে এসেছে অসামান্য প্রতিভা। বহু জনপ্রিয় নৃত্যশিল্পীর জন্ম এই মঞ্চে, যারা পরবর্তীকালে অভিনেতা অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রতিবছর এমন কিছু স্বপ্নপূরণের গল্প ও তার পেছনের সংগ্রামে জয়ী হওয়া শিল্পীরা এই মঞ্চে আসে, যাদের অসাধারণ নাচে মুগ্ধ হয় সকল দর্শক থেকে বিচারকরাও।
ইতিমধ্যেই শুরু হয়েছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন। এইবারের প্রতিযোগীরাও এ বলে আমায় দেখ, ও বলে আমায়। পূজা হালদারের (Puja Halder) মতো অসামান্য নৃত্যশিল্পী থেকে সায়ন্তী গোস্বামীর (Sayanti Goswami) মতো নিষ্ঠাবান পুলিশ অফিসার, দর্শকেরা এখন শনি ও রবিবার এর অপেক্ষায় থাকেন তাদের নাচ দেখতে। এছাড়াও এবারের সিজনে একের পর এক চমক পেয়েছেন দর্শকেরা। তার মধ্যে সবচেয়ে বড় চমক, স্বয়ং মহাগুরু! ডিস্কো ডান্সার ‘মিঠুন চক্রবর্তী’র (Mithun Chakraborty) উপস্থিতি।
এছাড়াও অনেক বছর পরে ছোট পর্দায় ফিরলেন অভিনেতা ‘যিশু সেনগুপ্ত’ (Jishu Sengupta), তাও আবার চেনা ঠিকানা ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের ভূমিকায়। প্রসঙ্গত বিগত কয়েক সিজনের সঞ্চালক অভিনেতা অঙ্কুশ হাজরাও এবার বিচারকের আসন। বরাবরের মতো রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, সঙ্গে নতুন মুখ কৌশানি মুখোপাধ্যায়। প্রথমে একঝাঁক কচিকাঁচাদের দিয়ে সঞ্চালনা শুরু হলেও পরবর্তীতে শিশু শিল্পী অনুমেঘা কাহালি সঞ্চালনা করছে।
এই নতুন সিজনে প্রতি সপ্তাহেই দর্শকদের জন্য বিশেষ কিছু চমক রাখা হচ্ছে, যেখানে দেখা মিলেছে বিনোদন জগতের বড় থেকে ছোট অনেক পরিচিত মুখের। কয়েকটি পর্ব আগেই অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় রবীন্দ্র সংগীতে নৃত্য পরিবেশন করে গিয়েছেন। এই পর্বেই উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যার সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল মহাগুরুকে। এই সপ্তাহেও এর ব্যতিক্রম হলো না, এই সপ্তাহের পর্বগুলিতে দেখা গেল ডান্স বাংলা ডান্সের পুরনো সদস্যরা ফিরে এসেছেন বর্তমান সদস্যদের সাথে নাচ করতে।
এর মধ্যে প্রথম যে নামটি উঠে এসেছে, সেটা হলো বর্তমানে টিআরপি তালিকায় ঝড় তোলা ধারাবাহিক ‘পরিণীতা’র পারুলের। প্রতিযোগী সায়ন্তীর সঙ্গে ‘বরষো রে মেঘা’ গানে নাচ করতে দেখা গেল পর্দার পারুল ওরফে ঈশানী চট্টোপাধ্যায়কে। এছাড়াও দেখা যাবে অভিনেতা ধ্রুব সরকারকে এবং মেঘা দাঁ কে প্রতিযোগীদের সাথে নাচ করতে। কিন্তু সবচেয়ে বড় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো দর্শকেরা। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের রাই ওরফে আরত্রিকা মাইতিকেও মারাঠি পোশাক পড়ে নাচতে দেখা গেল।
আরও পড়ুনঃ “প্রত্যেককে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ট্যাক্সের টাকায় নয়, নেতাদের সম্পত্তি থেকে।”— এসএসসি দুর্নীতি ও চাকরি বাতিল নিয়ে বি’স্ফো’রক চন্দন সেন!
এদিন স্বয়ং মহাগুরুকে নিয়ে নেচে মঞ্চে আগুন লাগলেন পর্দার আদর্শ বৌমা। মহাগুরুকে এবার দেখা গেল আরত্রিকার ছন্দ মিলিয়েই কোমর দোলাতে। এদিন সমাজ মাধ্যমে সহ-অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়কে সঙ্গে করে আরত্রিকা একটি পোস্ট করেন, যাতে লেখা “আজ রাত ৯:৩০ টায় আসছি ডান্স বাংলা ডান্সে।” প্রসঙ্গত এই বিশেষ পর্ব যারা মিস করে গেছেন, তাঁরা জি ফাইভ অ্যাপ থেকে দেখে নিয়ে পারেন। সবশেষে বলাই যায় নতুন আর পুরনোদের মিলনে মহাগুরু ডিস্কো ডান্সারের নাচ যেন হাতের মুঠোয় চাঁদের মতন।