বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, অভিনেত্রী ‘দীপান্বিতা রক্ষিত’ (Dipanwita Rakshit) ‘তুঁতে’র পর স্টার জলসার আগামী ধারাবাহিকে আবার নায়িকা হয়ে ফিরছেন! বিপরীতে নায়কের নাম নিয়ে বিভিন্ন সম্ভাবনা তৈরি হলেও, অবশেষে ‘শুভ্রজিৎ সাহা’র (Subhrojit Saha) নাম চূড়ান্ত হয়েছিল বলেও জানা যায়। দর্শকরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত, ইতিমধ্যেই অনেকের কৌতূহল জাগিয়েছে গল্প নিয়ে। তবে, সম্প্রতি ধারাবাহিকের প্রোমো এবং নাম প্রকাশ্যে আসতেই যেন স্পষ্ট হয়েছে যে এটি কোনও মৌলিক গল্প নয়!
বরং দর্শকরা প্রোমো দেখে বুঝে গেছেন যে এটি হিন্দি চ্যানেল কালার্সের জনপ্রিয় ধারাবাহিক ‘উডারিয়ান’র বাংলা সংস্করণ! যদিও বাংলা টেলিভিশনে এটাই প্রথমবার নয়, আগেও এমন রিমেক বা অনুপ্রেরণায় তৈরি ধারাবাহিক দেখানো হয়েছে। তবে, সব সময় সেটা একই চ্যানেলের অন্য ভাষা থেকে নেওয়া হয়। এবার ব্যতিক্রম, অন্য চ্যানেলের গল্পের ভর করে তৈরি হচ্ছে ধারাবাহিকটি! এটাই দর্শকদের কাছে বেশ অদ্ভুত লেগেছে।
প্রসঙ্গত, ধারাবাহিকের নাম হলো ‘শুধু তোমারই জন্য’ (Shudhu Tomari Jonyo) এবং প্রোমোতে প্রকাশ পেয়েছে গল্পের মূল কাহিনিও। এটি মূলত আবারও একটি ত্রিকোণ প্রেমের গল্প। গল্পে রাহুল, অর্থাৎ শুভ্রজিৎ সাহার ভালোবাসা শুধু একজনের প্রতি নিবেদিত, আর সে নায়িকা তিতলি। এই চরিত্রে দেখা যাবে , নবাগতা অভিনেত্রী ‘মন্দিরা দেবনাথ’কে (Mandira Debnath)। তিতলি স্বপ্ন দেখে আমেরিকায় যাওয়ার এবং সেই মানুষের সঙ্গে প্রেম ও বিয়ের, যে তাকে সেই স্বপ্ন পূরণে সাহায্য করবে।
আর এই প্রেমের তৃতীয় কোণে রয়েছে রাহি, অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। রাহি ভীষণ ভালো পড়াশোনায়। পিএইচডি করতে চায়, কিন্তু দেশের বাইরে না গিয়ে নিজের দেশে পড়াশোনা শেষ করতে চায়। দেশের প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসে রাহুলকে। প্রোমোতে দেখা যায়, সমুদ্র সৈকতে উত্তেজনাপূর্ণ দৃশ্য। রাহুলের হাতে কাঁচ ঢুকে গেছে দেখে ছুটে আসে রাহি তাকে বাঁচাতে।
আরও পড়ুনঃ “এত বড় সুই’সা’ই*ড কেসে না আছে পুলিশ না আইনি পদক্ষেপ! কীভাবে হচ্ছে চিকিৎসা?”—দিদি নন্দিনীর দাবি ঘিরে নেটিজেনদের কটাক্ষে’র মুখে দেবলীনা নন্দী! সহানুভূতির আড়ালে কি লুকোনো হচ্ছে অন্য কোনও সত্য? প্রশ্ন নেটপাড়ার
সেই সময় রাহুল বলে যে, সে আজই তার বোন তিতলিকে নিজের অনুভূতি জানাবে। রাহি প্রশ্ন করে, যদি তিতলি তাকে না করে দেয়? উত্তরে রাহুল নিশ্চয়তা দেয় যে সে সব মেনে নেবে। কিন্তু পরবর্তীতে তিতলি স্পষ্টভাবে জানায় যে সে সেই ব্যক্তিকে পছন্দ করবে, যে তাকে আমেরিকা নিয়ে যাবে। এই কথা শুনে রাহুল প্রতিশ্রুতি দেয় যে সে পারবে। কিভাবে তাদের রসায়ন জমে উঠবে, তা দেখার অপেক্ষায় দর্শকরা। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে সম্প্রচারের দিনক্ষণ!






