দিতিপ্রিয়া অধ্যায়ের ইতি, নতুন ‘অপর্ণা’ এবার ম্যাজিক ফেরাবে! শিরিন কি সামলাতে পারছেন চরিত্রের দায়িত্ব? বিতর্ক-ডামাডোল পেরিয়ে নতুন শুরু, কী বলছেন সুচন্দ্রা ও অভ্রজিৎ?

দিতিপ্রিয়া রায়ের হঠাৎ ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে টলিপাড়ায় কম জলঘোলা হয়নি। গত এক মাস ধরে চলেছে নানা বিতর্ক, আলোচনা এবং জল্পনা। এই অনিশ্চয়তার মধ্যেই অবশেষে দেখা মিলল নতুন ‘অপর্ণা’র। চরিত্রটিতে এখন দেখা যাবে অভিনেত্রী শিরিন পালকে। দিতিপ্রিয়ার জনপ্রিয় অভিনয়ের পর এই চরিত্রে নতুন মুখ কতটা মানিয়ে নেবেন, তা নিয়েই এখন দর্শকের কৌতূহল তুঙ্গে।

দলবদলের পর প্রথম দিনই শিরিনের সঙ্গে শুটিং করেছেন পর্দার ‘কিঙ্কর’। তিনি জানালেন নিজের প্রথম অভিজ্ঞতার কথা। তাঁর ভাষায়, দিতিপ্রিয়াকে হারানোর কষ্ট থাকলেও শিরিনের উপস্থিতিতে নতুন উদ্যম এসেছে টিমে। এক দিনের শুটেই নাকি টিমের সকলের মুখে ছিল প্রশংসা। টেকনিশিয়ানদের হাততালি দেখে তাঁর মনে হয়েছে, আর্য এবং নতুন অপর্ণার রসায়ন দর্শককে আবারও টেনে রাখবে। এত দিন যে ডামাডোল চলছিল, তা কাটিয়ে দল আবার ছন্দে ফিরবে বলেই আশা তাঁর।

অপর দিকে শিরিনের সঙ্গে এখনো শুটিং না করলেও আশাবাদী অপর্ণার অনস্ক্রিন মা, অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করায় তাঁরও এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছিল। তবু তিনি মনে করেন, নতুন নায়ক নায়িকা মিলে গল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। শিরিনের অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন তিনি, এবং নিশ্চিত যে নতুন জুটির সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালই হবে।

আরও পড়ুনঃ “নাচলেই আমি ভালো থাকি…নাচ কোনওদিন আমাকে ছেড়ে যায়নি, আমি নাচকে ছেড়েছি”— পায়েল দে’র আবেগঘন স্বীকারোক্তি! নাচই ছিল তাঁর স্বপ্ন ও ভালোলাগা, কিন্তু কেন প্রিয় নাচকেই দূরে ঠেলতে হয়েছে তাঁকে?

দিতিপ্রিয়া চলে যাওয়ার পর কয়েকদিন নায়িকা ছাড়াই হয়েছে শুটিং। তবু ধারাবাহিক থেমে থাকেনি। নির্মাতাদের স্পষ্ট ঘোষণা ছিল, যে কোনও পরিস্থিতিতেই গল্প এগিয়ে যাবে। সেই পথেই এখন এগোতে শুরু করেছে পুরো টিম। নতুন মুখের আগমনে চিত্রনাট্যও যেন নতুন স্বাদ পেয়েছে।

এখন দর্শকের চোখ তাকিয়ে আছে আর্য এবং নতুন অপর্ণার পর্দার রসায়নের দিকে। শিরিন কি দিতিপ্রিয়ার শূন্যতা পূরণ করতে পারবেন? দর্শকের ভালবাসাই তার উত্তর দেবে। আপাতত শুটিং ফ্লোরে আবার প্রাণ ফিরেছে, এবং সকলেই চাইছেন এই নতুন অধ্যায় সফল হোক।