TRP: পর্ণা-শিমুল উড়িয়ে দিল অনুরাগের ছোঁয়াকে! হেরে গেল জগদ্ধাত্রীও! উঠে এল সন্ধ্যাতারা

বর্তমান সময়ে সিরিয়ালের দর্শকরাও এটা বুঝে গেছে যে টেলিভিশনের ভবিষ্যৎ নির্ভর করছে শুধুমাত্র টিআরপি তালিকার উপর। তাই সিরিয়ালের গল্প বা চরিত্র জনপ্রিয় হলেও টিআরপি ভালো না থাকলে তা নিয়ে সমালোচনা হয় দর্শক মহলে বা সোশ্যাল মিডিয়ায়। টিআরপিতে ভালো ফল করতে না পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ যে বেশি দিন নয় সেটা তারাও জেনে গেছে এখন।

প্রতি সপ্তাহে এখন ভিন্ন রকমের ফলাফল আসছে। গত সপ্তাহের ফলাফল একেবারে অন্যরকম ছিল। তার আগের সপ্তাহেও টিআরপি টপ করতে পারেনি অনুরাগের ছোঁয়া। তাই এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে সবথেকে বেশি এখন উত্তেজনা চলছে। এর কারণটা খুবই পরিষ্কার। গত ১০ মাস ধরে যে সিরিয়াল সবার উপরে রয়েছে তা হঠাৎ দু সপ্তাহে এতটা নিচে কেন চলে গেল সেটাই ভাবাচ্ছে।

এছাড়াও ভালো ফলাফল না হলে যে সেই সিরিয়ালের ক্ষেত্রে চরম পরিণতি হয় সেটাও ভাবাচ্ছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দর্শকদের। স্টার জলসা হোক বা জি বাংলা পুরনো সিরিয়ালের মধ্যে একমাত্র অনুরাগের ছোঁয়া ভালো ব্যাটিং করে চলেছে। তারপরে জগদ্ধাত্রী বা নিম ফুলের মধু খুব সম্প্রতি শুরু হয়নি তবে নতুন ধারাবাহিক বলাই যায়। এছাড়া ফুলকি কিংবা কার কাছে কই মনের কথা বা সন্ধ্যা তারা কিংবা তোমাদের রানী একেবারে নতুন শুরু হয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি দর্শকদের মন আর টিআরপি স্থান দুটোই দখল করে নিয়েছে।

এবার আর সময় নষ্ট না করে বরং জেনে নেওয়া যাক এই সপ্তাহে ফলাফল কি হল। প্রথম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা এবং নিম ফুলের মধু। এরপর দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ফুলকি। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়া। আর পঞ্চম স্থানে সন্ধ্যাতারা।

এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা পাঁচ:

1st •• কার কাছে কই / নিম ফুলের মধু ৭.৯
2nd •• ফুলকি ৭.৮
3rd •• জগদ্ধাত্রী ৭.৭
4th •• অনুরাগের ছোঁয়া ৭.০
5th •• সন্ধ্যাতারা ৬.৪

Trending ••
তুমি আশেপাশে থাকলে – ৫.২
ইচ্ছে পুতুল – ৬.১