পর্দায় ফিরছে বনির দিদি, বসু পরিবার নিয়ে পর্দায় আসছেন গাঁটছড়ার অভিনেত্রী

জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসায় (Star Jalsha) প্রতিটি চ্যানেলেই আসছে একের পর এক নতুন নতুন ধারাবহিক। টিআরপি (TRP) তালিকায় স্লট হারিয়ে ফেলা ধারাবাহিকগুলোকে বিদায় জানিয়ে পর্দায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন নতুন ধারাবাহিক এবং সেই ধারাবাহিকগুলোর মাধ্যমেই পর্দায় ফিরছেন একাধিক জনপ্রিয় টলি তারকারা।

সম্প্রতি স্টার জলসায় টেন্ট সিনেমার প্রযোজিত ধারাবাহিক বঁধুয়ার মাধ্যমে পর্দায় ফিরেছেন অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ এবং মন ফাগুন শেষ হয়ে যাওয়ার পর ম্যাজিক মোমেন্টের নতুন ধারাবাহিক রোশনাইয়ের মাধ্যমে পর্দায় ফিরেছেন অভিনেতা শন ব্যানার্জী। এছাড়াও খুব শীঘ্রই সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক উড়ানের হাত ধরে এক্কা দোক্কার পর পর্দায় ফিরছেন অভিনেতা প্রতীক সেন।

গতবছর ১৪ ডিসেম্বর স্টার জলসার পর্দা থেকে বিদায় নিয়েছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। ধারাবাহিকে মধ্যবিত্ত ভট্টাচার্য পরিবারের তিন মেয়ে খড়ি, দ্যুনি, বনির সঙ্গে ভাগ্যচক্রে গাঁটছড়া বেঁধে যায় সিংহ রায় পরিবারের তিন ছেলে ঋদ্ধিমান, রাহুল এবং কুণালের। তারপর থেকে তিন বোনের জীবনে আসে আমূল পরিবর্তন। সেই নিয়েই বেশ জমজমাট ছিল গাঁটছড়া ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী, অভিনেতা গৌরব চ্যাটার্জী, অনিন্দ্য চ্যাটার্জী, রিয়াজ নস্কর।

আরও পড়ুনঃ সুসংবাদ, পিলু ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় ফিরছেন রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পাল

রোশনাইয়ের হাত ধরে পর্দায় ফিরলেন গাঁটছড়ার বনি ওরফে অনুষ্কা গোস্বামী

তবে গাঁটছড়া ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর ধারাবাহিকের তারকাদের মধ্যে মাত্র একজন অভিনেত্রী ফিরেছেন ছোটপর্দায়। লীনা গঙ্গোপাধ্যায়ের রচিত স্টার জলসার রোশনাই ধারাবাহিকে মুখ্য ভূমিকা ফিরেছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। শন ব্যানার্জীর বিপরীতে তার অভিনয় ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে পর্দায়। এছাড়াও অ্যাক্রোপলিসের আসন্ন ধারাবাহিক শুভ বিবাহ-তে অভিনেতা গৌরব চ্যাটার্জীর কামব্যাকের কথা সামনে আসলেও সেটা সত্যি হয়নি। ফলে আশাহত ছিলেন দর্শকরা। তবে এবার শোনা যাচ্ছে বড় খবর।

নতুন ধারাবাহিকে নিয়ে পর্দায় ফিরছেন শ্রীমা ভট্টাচার্য

নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন গাঁটছড়ার দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ধারাবাহিকটির নাম বসু পরিবার। এসভিএফ প্রযোজিত এই আসন্ন ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রীতমা। জানা গেছে ধারাবাহিকটিতে শ্রীমার বাবার ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনিন্দ্য গাঙ্গুলিকে। বাংলা সিনেমা বসু পরিবারের আদলে নির্মিত এই ধারাবাহিকটিতে থাকবেন বহু জনপ্রিয় টলি তারকারা। যদিও নায়কের ভূমিকায় তাতে দেখা যাবে সেটা এখনো জানা যায়নি। তবে ধারাবাহিকটি আসছে সান বাংলার পর্দায়। তাহলে আপনারা কতটা উৎসাহী শ্রীমার আসন্ন এই ধারাবাহিকটি দেখার জন্য?