সবার সামনে ধরা পড়ল জিনিয়ার মিথ্যে!আদৃত-শুভর গল্পে নতুন মোড় ‘গৃহপ্রবেশ’-এ, কী হবে এবার?

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) নিয়ে ছোটপর্দায় ফিরেছেন ঊষসী রায়। বিপরীতে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র শুভলক্ষ্মী, নদীয়ার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বিদেশ বিভুঁইয়ে একা এসে শুভ মহা সমস্যায় পড়ে। তবুও তার দৃঢ়তায় সে নিজের জন্য জায়গা করে নেয় আদ্রিতের পরিবারের মধ্যে। দীর্ঘদিন বিদেশে থাকার পর আদ্রিত আধুনিকতার ছোঁয়া পেলেও তার ঠাম্মি দেশীয় সংস্কৃতি ভুলতে নারাজ। তাই জগদ্ধাত্রী পুজোর জন্য শুভলক্ষ্মীকে ডেকে আনেন দেশ থেকে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১০ ডিসেম্বর। Geihoprobesh today episode 10 December

গত পর্বে দেখা গিয়েছিল, আদৃতের যাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তিনি রান্নায় অপটু। শুভলক্ষ্মীর সাহায্যে রান্না করার পরিকল্পনা ফাঁস হয়ে গেলেও, বাড়ির সবাই তাকে ক্ষমা করে দেয়। এর মধ্যেই গল্পে নতুন মোড় আসে। আদৃতের মা শুভকে সন্দেহ করতে শুরু করেন। তিনি মনে করেন, শুভ ও আদৃতের মধ্যে হয়তো কিছু বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে।

Star Jalsha, Grihoprobesh, New Serial, Bengali Serial, Television, Entertainment, স্টার জলসা, গৃহ প্রবেশ, টেলিভিশন, বিনোদন

আজকের পর্বে দেখা যাবে আদৃতের বোন অয়নার একটি নাচের প্রোগ্রাম রয়েছে। সেখানে আদৃতও তার হবু স্ত্রী জিনিয়াকে নিমন্ত্রণ করে। কিন্তু জিনিয়া অসুস্থতার অজুহাতে আসতে অস্বীকার করে। এরপর বাড়ির সবাই একটি রেস্টুরেন্টে যায় অয়নার ভালো পারফরম্যান্স উদ্‌যাপন করতে। ঠিক সেই রেস্টুরেন্টেই দেখা যায় জিনিয়া বন্ধুদের সঙ্গে আনন্দ করছে। তার মিথ্যা ধরা পড়ায় আদৃত ক্ষিপ্ত হয়ে ওঠে।

আদৃতের রাগ কমাতে শুভ তাকে বোঝানোর চেষ্টা করে। সে আদৃতকে বলে, সবার পছন্দ আলাদা হতে পারে এবং তার উচিত জিনিয়ার সঙ্গে শান্তভাবে কথা বলা। শুভলক্ষ্মীর এই বুদ্ধিমত্তা এবং সহযোগিতার মানসিকতা আদৃতকে মুগ্ধ করে। কিন্তু তার মা এই ঘটনায় আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ বলেন কী! একেবারে লগ্ন মেনে, আসল পুরোহিতের হাতেই বিয়ে হল স্রোত-স্বার্থকের! ‘মিঠিঝোরার’ সেটেই ঘটল বিরাট কান্ড

আগামী পর্বে দেখা যাবে আদৃত, শুভ ও জিনিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন কোনদিকে এগোয়। আদ্রিতের মা কি শুভলক্ষ্মীকে আরও সন্দেহ করবেন, নাকি সম্পর্কের এই জটিলতায় নতুন কিছু মোড় আসবে? দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী পর্বের জন্য।