বলেন কী! একেবারে লগ্ন মেনে, আসল পুরোহিতের হাতেই বিয়ে হল স্রোত-স্বার্থকের! ‘মিঠিঝোরার’ সেটেই ঘটল বিরাট কান্ড

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে স্রোত-সার্থকের বিয়ে। অবশেষে ঝগড়াঝাঁটি, মনোমালিন্য পেরিয়ে সাত পাকে ঘুরেছে স্রোত ও সার্থক। গল্পের প্রয়োজনে বিয়ে হলেও বাস্তবে দেখা যাচ্ছে এই বিয়েতে রয়েছে লগ্নের মিল। আর এখান থেকেই প্রশ্ন উঠছে তবে কি মিঠিঝোরার সেটে চুপিসারে হয়ে গেল আসল বিয়ে?

শুটিং না বাস্তব? বাঁধা পড়ল স্রোত-সার্থক!

জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে রাইয়ের ছোট বোন স্রোতের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সপ্নিলা চক্রবর্তীকে। আর সার্থকের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা মৈনাক ঢোলকে।‌ ধারাবাহিকের গল্প অনুসারে স্রোত এবং সার্থক কলেজের প্রফেসর এবং স্টুডেন্ট। প্রথমদিকে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হলেও পরবর্তীতে মনে মনে প্রেম জেগে ওঠে। আর সেই প্রেম পরিণতি পেয়েছে ছাদনাতলায়।

Zee Bangla, Mithijhora, Serial Update, Television, Entertainment, জি বাংলা, মিঠিঝোরা, সিরিয়াল আপডেট, বিনোদন, বিনোদনের খবর

একজন কো-স্টার হলেও সার্থক এবং স্রোতের মধ্যে বেশ জমাটি ভাব। দুজনে ভালো বন্ধু হয়ে উঠেছেন এই কদিনে। মিঠিঝোরা ধারাবাহিকের সেটে সাক্ষাৎকার পর্বে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় তাঁদের। সময় পেলে রিলসেও একসঙ্গে হন স্বপ্নিলা এবং মৈনাক। বর্তমানে এই বিয়েটা যেন আসলেই হয়েছে তাঁদের। জানা গেল, স্রোতের বিয়ের দিন ছিল আসল লগ্ন। আর সেই লগ্ন মতে চার হাত এক হয়েছে দুজনের।

অভিনয়ের জন্য বিয়ের দৃশ্যে অভিনয় করতে হয় ঠিকই, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি ঘুরে গিয়েছে স্রোত এবং সার্থকের জন্য। অনেকেই বলছেন সত্যি সত্যি বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের পরেও নাকি স্বামী-স্ত্রীর মতো ব্যবহার করছেন দুজনে। ‌যদিও বিষয়টি নিয়ে মজা করেই স্বপ্নিলা বলেছেন “সার্থক স্যারকে বিয়ে করে স্রোত খুব খুশি। ‌ তবে এখন আর ভালো লাগছে না। ‌আর বিয়ে করতে চায় না।”

আরও পড়ুন: দারুণ খবর! নতুন সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ! বিপরীতে তুমুল জনপ্রিয় নায়ক

বিয়ের সিন নিয়ে হাসিখুশি গল্প করলেন মৈনাক নিজেও। দুজনকে ছাদনাতলায় দেখা গিয়েছে ঝগড়া করতে। সিঁদুর দানের পর সার্থকের প্রতি আলাদাভাবে যত্ন নিচ্ছে ‌স্রোত। ‌সেটা কিন্তু মোটেও চোখ এড়ায়নি স্রোতের মা নন্দিতার।‌ সব মিলিয়ে মিঠিঝোরায় দেখা যাচ্ছে জমজমাট পর্ব। তাই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

You cannot copy content of this page