ফ্লপ হওয়ার আশঙ্কা করেও হিট ‘গৃহপ্রবেশ!’ আদৃত-শুভলক্ষ্মী দিল জিতেছে, মত দর্শকদের, আপনাদের কেমন লাগছে?

সিরিয়াল বা ধারাবাহিক, যা কিনা চলছে অনবরত একই ধারা যে গল্প বজায় রাখতে পারে তাই হল ধারাবাহিক। কিন্তু, এখনকার দিনে ধারাবাহিক দেখতে পাওয়া যায় অনেক নামজাদা চ্যানেলেই। কারোর পছন্দ হয় বাংলা সিরিয়াল আবার কারোর পছন্দ হিন্দি। সিরিয়ালের মধ্যে চলতে থাকা গল্পের নানা সময়ের ওঠা-নামা নিয়ে বেশ আগ্রহী থাকে মেগা প্রেমীরা।বাঙালীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দর্শকেরা পছন্দ করে স্টার জলসা কিংবা জি বাংলা।

বিশেষত, সিরিয়াল নির্মাতাদের কাছে এটাই হল আসল চ্যালেঞ্জ-এর সময়। ঠিক কীভাবে প্রতিটা দর্শকের উত্তেজনা ধরে রাখবে দর্শকদের মধ্যে। আবার অনেক সময় এমনও হয় যে, কোন নতুন সিরিয়াল ভালো উদ্যম নিয়ে শুরু হলেও পরবর্তীকালে তারা আর সেই আগ্রহ গল্পের মধ্যে ধরে রাখতে পারেন না সিরিয়াল নির্মাতারা। এর ফলে, টিআরপির দৌড়ে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে এবং একদিন বন্ধ হয়ে যায়।

এমনই এক সিরিয়াল বেশ কিছুদিন আগে শুরু হয়েছে স্টার জলসায়, নাম গৃহপ্রবেশ। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় রয়েছেন টলি জগতের অতি পরিচিত অভিনেত্রী ঊষসী রায় ও অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। অভিনেত্রী এই সিরিয়ালের মাধ্যমে দীর্ঘ চার কিংবা পাঁচ বছর পরে ফিরে আসা টেলিভিশনের ছোটপর্দায়।

আরও পড়ুন: ‘যোগ্যরা রাস্তায় বসছে, আর সব পরোটা, খিচুড়ি, বিরিয়ানি বেচে টিভির পর্দায়’, রাজু দা, আমেরিকান দাদাদের টিভিতে দেখে কটাক্ষ নেটিজেনদের

এই ধারাবাহিক শুরু থেকেই যে দর্শকদের ভীষণভাবে মন কেড়ে নিয়েছিল তা একেবারেই নয়। তাই অধিকাংশ দর্শকেররাই ভেবেছিল হয়তো আর কিছু দিনের মধ্যেই যবনিকা পড়তে চলেছে এই ধারাবাহিকে। ধীরে ধীরে যতদিন এগোচ্ছে ‘গৃহপ্রবেশ’ সাধারণ দর্শকদের মন জয় করে নিচ্ছে। এমনই এক দর্শকের প্রতিক্রিয়া মন কেড়েছে সিরিয়াল নির্মাতাদের। তিনি বলেছেন, “একটা অনেস্ট অপিনিয়ন জানাচ্ছি, গৃহ প্রবেশের এপিসোড গুলো এত ফ্রেশ লাগে আমার। বহুদিন পর একটু অন্যরকম কিছু আমার মনটাকে এক অদ্ভুত ভালোলাগা এনে দিচ্ছে। আর শুভদীতের মুহূর্ত গুলো সত্যিই খুব ম্যাজিকাল।” এই বক্তব্য খানিক প্রাণের সঞ্চার ঘটিয়েছে মেগার কলাকুশলীদের মধ্যে।

You cannot copy content of this page