বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের দুই নাতি, গৌরব চ্যাটার্জী ও শন ব্যানার্জী, এবার একই মঞ্চে ধরা দিলেন। শন সুপ্রিয়া দেবীর নাতি, আর গৌরব হলেন গৌরী দেবীর নাতি। দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তাঁরা দুজনেই নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। কিন্তু একসঙ্গে তাঁদের দেখা পাওয়ার সুযোগ খুব কমই এসেছে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। কবে কোথায় দেখা যাবে তাঁদের?
গৌরব চ্যাটার্জী বহুদিন ধরেই বাংলা টেলিভিশন ও সিনেমায় কাজ করছেন। ‘গোঁসাইবাগানের ভূত’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হলেও, ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ এবং ‘ধ্রুবতারা’র মতো সিরিয়াল ও সিনেমায় তিনি নিজের প্রতিভার ছাপ রেখেছেন। অন্যদিকে, শন ব্যানার্জী ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’ এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। দুজনেই টেলিভিশনের জনপ্রিয় দুটি মুখ।
অনেকদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রির অনুরাগীদের একটি সাধারণ প্রশ্ন ছিল— উত্তম কুমারের দুই উত্তরসূরিকে কি একসঙ্গে দেখা যাবে কোনো ধারাবাহিক বা সিনেমায়? না কোনো সিনেমা বা সিরিয়াল না স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫ এর আসন্ন অনুষ্ঠানের হাত ধরে এক মঞ্চে দেখা যাবে এই দুই অভিনেতাকে।
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড হল টেলিভিশনের এক বড় মাপের অনুষ্ঠান, যেখানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকারা একত্রিত হন। এই বছরের আসরে সবচেয়ে আকর্ষণের বিষয় হয়ে দাঁড়ায় গৌরব ও শনের উপস্থিতি। দুজনের পারিবারিক পরিচয় যেমন গর্বের, তেমনই তাঁদের অভিনয়ের দক্ষতাও প্রশংসার যোগ্য। অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর থেকেই দর্শকদের মধ্যে তাঁদের একসঙ্গে দেখার জন্য উন্মাদনা ছিল চরমে।
আরও পড়ুনঃ নতুন জুটি! স্টার জলসার প্রোমোতে তৃণা ও ইন্দ্রজিতের একসঙ্গে উপস্থিতি কৌতূহল বাড়াল!
সম্প্রতি ভাইরাল হয়েছে এই অনুষ্ঠানের প্রোমো। সেখানেই একত্রে তুই অভিনেতাকে মঞ্চে ভাগ করে নিতে দেখা যায়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে, যা ছিল চোখে পড়ার মতো। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছেন। তাঁদের রসায়ন দেখে বোঝাই যায়, যদি তাঁরা একসঙ্গে কোনো সিরিয়াল বা সিনেমায় অভিনয় করেন, তবে তা হবে বাংলা বিনোদন জগতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।