স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহ প্রবেশ’ (Grihoprobesh) বর্তমানে দর্শকদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। বর্তমানে শুভ ও পূরবীর জীবন ঘিরে নানা চমকপ্রদ ঘটনা ঘটতে থাকে, যা দর্শকদের গল্পের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। সম্প্রতি পূরবীর স্বপ্ন পূরণের মুহূর্ত এবং ঠাম্মির আবেগঘন প্রতিক্রিয়া মন জয় করেছে দর্শকদের। কিন্তু এর মধ্যেই গল্প নতুন মোড় নিতে চলেছে, কারণ ভ্যালেন্টাইন ডেতে আদৃত শুভর জন্য এক বিশেষ চমক রেখেছে!
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৬ই ফেব্রুয়ারী (Grihaprobesh today episode 16th February)
আজকের পর্বে আসে ভ্যালেন্টাইন ডে! বাড়ির সবাই এই বিশেষ দিন নিয়ে আলোচনা করতে থাকে। শুভ ঠিক করে, সে আদৃতের জন্য একটি সুন্দর ফুল কিনবে। কিন্তু ফুল কিনতে গিয়ে সে একদল গুন্ডার কবলে পড়ে! এই মুহূর্তে গল্প মোড় নেয় এক অপ্রত্যাশিত দিকে। শুভ বুঝতে পারে, এই ঘটনাটি স্বাভাবিক নয়—এটি কারও পরিকল্পিত! ঠিক তখনই প্রকাশ পায় আসলে সবটাই ছিল আদৃতের সাজানো চমক! এখন প্রশ্ন, আদৃত কেন এমন পরিকল্পনা করল? শুভর জন্য কী বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে?
আদৃতকে দেখে শুভ বলে এসে কেন এমনটা করল তখনই আদৃত বলল যে বাড়িতে থাকলে শুভ কখনো বড় বৌদি, বড় বউ এর দায়িত্ব পালন করে কখনো তার জন্য সময় থাকে না। এইজন্যেই শুভকে আলাদা করে পাবে বলে আদৃত এই প্ল্যান করেছে। এরপর দুজনে আলাদা করে অনেকটা সময় কাটায় এবং শুভ আদৃতের জন্য করে আনা রান্নাটা তাকে দেয় এবং দুজনেই আলাদা রোমান্সেই মেতে ওঠে। আদৃত দুজনের ফোনই সুইচ অফ করে নিজের কাছে রেখে দেয়। শুভ বারণ করলেও আদৃত শুভর কথা শোনেনা।
অন্যদিকে জিনিয়া অর্নাকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করায় এবং যে অন্য বিপদে পড়লে আদৃতকে ফোন করবে এবং তাদের ভ্যালেন্টাইনস ডে সব প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু অর্না গুন্ডাদের ভয় না পেয়ে তাদের গালে চড় মেরে দেয় তখনই সেই তারা রেগে গিয়ে অর্নাকে চর মারে এবং তাঁর ঠোঁট থেকে রক্ত বের হয়। অন্যদিকে জিনিয়া বারবার ফোন করলেও অদৃতকে ফোনে পায়না এবং ভাবে এবার অর্নাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে।
আরও পড়ুনঃ তুই-তোকারি, কাঁধে হাত দিয়ে হাঁটলে প্রেম হয়না! আবদকায়দা থাকে! প্রেম নিয়ে ঝগড়া দোলন-দীপঙ্করের
এরপর অর্না এবং জিনিয়া বাড়ি ফিরে আসে তাদের দেখি বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে অন্যের এমন অবস্থা কিভাবে হলো। অর্না সবটা খুলে বললে বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে যায় এবং সেবন্তি বলে ওঠে যে আদৃত কোথায়। জিনিয়া বলে আদৃতকে বেশকিছু বার ফোনে ট্রাই করলেও পাওয়া যায়নি। তখনই ঠাম্মি বলে ওঠে যে আজ তো ভ্যালেন্টাইনস ডে শুভ আর আদৃত একসাথেই আছে। এদিকে শুভ ভাবতে থাকে যে তাদেরকে ফোনে না পেলে বাড়ির লোক চিন্তা করবে। শুভ ভাবে এবার তাদের বাড়ি যাওয়া উচিত। আসন্ন পর্বে রয়েছে টানটান উত্তেজনা এখন গল্পের মোর কোন দিকে এগোবে সেটাই দেখার।