স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh)-এ এসেছে বড় মোড়। শুভর পরিবারে খুশির আমেজ, কারণ সে এক ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছে। কিন্তু আদৃতের জীবনে নেমে এসেছে বিপর্যয়। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে সে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়, আর সবাই ধরে নেয় সে আর বেঁচে নেই! এই নতুন টুইস্টে জমে উঠেছে ধারাবাহিকের গল্প।
স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে শুরুতেই দেখা যায় আদৃতের চলে যাওয়ার পর শুভ ঘরে বাইরে সবই একসাথে সামলাচ্ছে কিন্তু কোথাও যেন একটা শূন্যতা থেকেই গেছে। কেশব কে নিয়ে এখন দিন কাটছে শুভর। অন্যদিকে নতুন পরিচয় নিয়ে জীবন শুরু করেছে আদৃত। রায় বাড়ির সবাই এখন শুভকে চোখে হারায় একসাথে খাওয়ার টেবিলে বসে তারা শুভর গুনোগান করতে থাকে। ঋদ্ধি বলে শুভ না থাকলে তাদের কোম্পানি এতদিনে বন্ধ হয়ে যেত।
আদৃতের চলে যাবার পর শুভ যেভাবে কোম্পানির হাল ধরেছে সেটা আর কেউ করতে পারতো না। অন্যদিকে সেবন্তী এখন শুভকে সব থেকে বেশি ভালোবাসে, সে যত্ন করে খাবার বেড়ে দেয় শুভকে। শুভ এইসব দেখে বলে অনেকদিন যাবত সবাই তার অনেক খেয়াল রাখছে কিন্তু সে কারোর জন্যই কিছু করতে পারছে না তাই রান্না করতে চায় সে। সেবন্তী বাধা দিয়ে বলে, “ঘরে বাইরে একসাথে সামলাচ্ছিস তুই, এবার রান্না করলে তোর শরীর খারাপ হয়ে যাবে তখন কেশবের কি হবে?”
এরপর পূরবী শুভকে অনুরোধ করে তার নাচের অ্যাকাডেমিতে যাওয়ার জন্য। শুভ সেখানে গিয়ে দেখতে পায় জিনিয়া সেখানে এসেছে এবং শুভকে দেখে জিনিয়া বলে, “অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, চলো না কোথাও একটা ঘুরতে যাই, কালকে চলো না?” শুভ জানাই কালকের দিন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তাই সে কোনোভাবে ই তার সাথে যেতে পারবে না। এরপর দেখানো হয় দেখতে দেখতে এক বছর কেটে গিয়েছে আদৃতের মৃত্যুর অর্থাৎ তার মৃত্যুবার্ষিকী এসে গেছে।
অন্যদিকে দেশে আদৃত একটা সোনার দোকানে গিয়ে মোহনার জন্য একটা সুন্দর ব্রেসলেট কিনে দোকানদারকে জিজ্ঞেস করে কত ডলার? এতে দোকানদার স্তম্ভিত হয়ে আদৃতের বলে এখানে ডলার নয় টাকা চলে। আদৃত ও মনে মনে ভাবে সে কেন এমন কথা বলল তাছাড়াও কিছুদিন যাবত তাঁর মনে হচ্ছে এত লোকের সমাগম সে আগে কখনো দেখেনি সব কিছুই চারিদিকের কেমন অদ্ভুত লাগছে তার। এরপর আদৃত বাড়ি ফিরে আসে। মোহনা তাঁর নতুন নামকরণ করেছে “আয়ান”।
আরও পড়ুনঃ সময় বদলেও ফিরল না কপাল! সমাপ্তি ঘটছে মহারাজ-পূজারিণীর ‘উড়ান’-এর, জানেন তার পরিবর্তে আসছে কোন জনপ্রিয় নায়ক নায়িকার ধারাবাহিক?
আদৃত ফিরতেই মোহনা তার দুশ্চিন্তার কথা জানায় এবং আদৃত মোহনার জন্য কেনা উপহার তাকে দিয়ে বলে এই গোটা পৃথিবীতে একমাত্র সেই তাঁর আপন তাই তাঁর জন্য সে কিনে এনেছে এই উপহার। মোহনা এতে খুশি হয়ে আদৃতকে বলে, “তুমি খুব তাড়াতাড়ি তোমার পরিবারকে ফিরে পাবে, তোমার জীবন আবার আগের মত হবে আমার বিশ্বাস।” এরপর দুজনে একটা রেস্তোরায় খেতে যায়। সেখানে আদৃতের এক পুরোনো বন্ধু উপস্থিত থাকে সে দূর থেকে আদৃতকে অন্য মেয়ের সঙ্গে দেখে অবাক হয় আর ভাবে শুভকে জানাবে এই কথা।
অন্যদিকে রায় বাড়িতে আদৃতের মৃত্যুবার্ষিকী পালন হতে দেখা যায় সবাই সেখানে খুব দুঃখিত সেবন্তী নিজেকে অভাগী বলে আখ্যা দিচ্ছে, শুভও কেশবকে নিয়ে আদৃতের জন্য পুজোয় বসেছে। এমন সময় শুভর কাছে ফোন আসে। ওপার থেকে সেই বন্ধুটি বলে “আদৃত কি বাড়িতে আছে?” শুভ কারণ জানতে চাইলে সে বলে আদৃত তার সামনে একটি অন্য মেয়ের সাথে বসে খাওয়া-দাওয়া করছে। শুভর মাথায় আকাশ ভেঙে পড়ে। এখানেই পর্বটি শেষ হয়ে যায়। শুভ কি এবার পারবে আদৃতকে ফিরিয়ে আনতে?