বর্তমানে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh)-এ একের পর এক চমক দেখছেন দর্শকরা। গল্পের শুরুতে যেখানে ছিল বিদেশে এক মধ্যবিত্ত বাঙালি মেয়ের টানাপোড়েনের কাহিনি, বর্তমানে সেই গল্প বদলে গিয়ে দাঁড়িয়েছে এক কঠিন সত্যি ফাঁস এবং এক ছলনাময়ীর মুখোশ উন্মোচনের লড়াইয়ে। এবার শুভলক্ষ্মী আর আদৃত একজোট হয়ে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে চলেছে।
সম্প্রতি সম্প্রচারিত পর্বে দেখা গেছে, আদৃতের মনে সন্দেহ দানা বাঁধছিল অনেকদিন ধরেই। শুভর ছোট ছোট কাজকর্ম দেখে সে বুঝতে পারছিল, লাকি আর শুভলক্ষ্মী একই মানুষ। যখন আদৃতের বাবাও এই কথা বলেন, তখন সে আর কোনও সন্দেহ রাখে না। শেষমেশ শুভর নকল চুল খুলে পড়ে যাওয়ার পর সত্যিটা প্রকাশ্যে আসে। শুভলক্ষ্মীকে চিনে নিয়ে আদৃত নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং বারবার শুভকে বোঝানোর চেষ্টা করে, সে তাকে ভালোবাসে, অনেক খুঁজেছে, কষ্ট পেয়েছে।
এতদিনের জমে থাকা কষ্ট আর অভিমান থেকে শুভ সরাসরি আদৃতকে চোখে আঙুল দিয়ে তার ভুল দেখায়। সে মনে করিয়ে দেয়, কীভাবে সে আদৃতের প্রতি বিশ্বাস রেখে নিজের সব ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আদৃত তখন তার স্ত্রীকে বিশ্বাস করতে পারেনি। তাদের সম্পর্ক নিয়ে সবাই যখন কটাক্ষ করেছে, তখনও আদৃত একবারও তার পাশে দাঁড়ায়নি। ঠিক তখনই প্লটে ঢুকে পড়ে মোহনা।
মোহনার আগমনে শুভ আর আদৃত একসঙ্গে লুকিয়ে পড়ে। তবে মোহনা এতটাই কাছে চলে আসে যে ধরা পড়ার সম্ভাবনা তৈরি হয়। ঠিক সেই সময় ছোট কাকিমা এসে মোহনাকে অন্যদিকে নিয়ে যাওয়ায় রক্ষা পায় তারা। এরপর শুভ ও আদৃত সিদ্ধান্ত নেয় এবার একজোট হয়ে মোহনার ষড়যন্ত্রের পর্দাফাঁস করবে। কারণ তারা বুঝতে পারে, মোহনার গর্ভবতী হওয়া নকল, এবং তার পিছনে রয়েছে অনেক বড় চক্রান্ত।
আরও পড়ুনঃ “বাবা ১ কোটি টাকা খরচ করেছে বেকার স্বামীর পেছনে!”— ‘চিরসখা’র সোহিনী আসলে স্বর্ণকমল নিজেই! সোহিনীর মতোই ঠকে গেছেন তিনি! ধারাবাহিকের সঙ্গে জীবনের যন্ত্রণা ওতপ্রোতভাবে জড়িয়ে, এবার মুখ খুলে সবটা জানালেন অভিনেত্রী!
ধারাবাহিকের অন্যদিকে দেখা যাচ্ছে, মোহনা এমন কিছু করেছে যাতে তুলিকে আর দেখা করতে দিতে চাইছেন না চিকিৎসকরা। তুলির অবস্থা দেখে আদৃতের ভাইও ভেঙে পড়েছে। আর এই সময় শুভ লক্ষ্য করে, মোহনা ও ছোট কাকিমার মধ্যে গোপন হাসি এবং ফিসফাস চলছে। এরপর মোহনা একা বাইরে যেতে চাইলে শুভ নিশ্চিত হয়, তার পেছনে বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। এবার তারা হাত মেলায় সেই সত্যকে সামনে আনার জন্য। এখন শুধু অপেক্ষা, মোহনার মুখোশ খুলে যাওয়ার।