শুভ-আদৃতের সম্পর্কের নয়া মোড়! বাঁধা হয়ে দাঁড়াবে কী শাশুড়ি? দিল জিততে পারবে কী শুভ?

স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-(Grihopronesh) এর ৭ জানুয়ারির এপিসোডে দর্শকরা এক নতুন মোড় দেখতে পেল। আগের পর্বে দেখা গিয়েছিল, শুভ এবং আদৃত তাদের রিসেপশনের রাতে নিউইয়র্কের রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়ে। মদ্যপান করে শুভ বেশ অস্থির হয়ে ওঠে এবং রাস্তা দৌড়াতে শুরু করে। সেই পরিস্থিতিতে আদৃত সিদ্ধান্ত নেয় একটি ঘর ভাড়া করে রাত কাটানোর। এই পর্বে সেই রাতের গল্পের পরিণতি দেখতে পাবে দর্শক।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৭ জানুয়ারি। Grihoprobesh today episode 7 January

এপিসোডের শুরুতেই দেখা যায়, শুভর এমন অবস্থায় আদৃত তাকে একটি ঘরে নিয়ে যায়। শুভর অস্থিরতা দেখে আদৃত বেশ চিন্তিত হয় এবং তার খেয়াল রাখার জন্য রাতটা সেই ঘরেই কাটায়। অন্যদিকে, পরিবারের বাকিরা এখনো জানে না যে শুভ-আদৃত বাড়িতে নেই। মদ্যপ অবস্থায় শুভ ঘুমিয়ে পড়ে, আর আদৃত তার ড্রেস পরিবর্তন করিয়ে দেয়।

গৃহপ্রবেশ, grihoprobesh, স্টার জলসা, স্টার জলসা সিরিয়াল, star jalsha, grihoprobesh today episode 5 January

পরদিন সকালে আদৃত লক্ষ্য করে তার ফোন এবং টাকা কিছুই তার কাছে নেই। সে বুঝতে পারে যে সবকিছু বাড়িতে ফেলে এসেছে। এদিকে, ঘরটির মালিক তাদের টাকা চাইতে এসে ঝামেলা করে। সেই সময় শুভ তার হাতের চুড়ি খুলে দিয়ে বলে, “আমরা টাকা দিয়ে এটা ছাড়িয়ে নিয়ে যাব।” এই পরিস্থিতি তাদের জন্য আরও জটিল করে তোলে।

এদিকে, আদৃতের মেজ কাকি এবং ছোট কাকি জানতে পারে যে তারা বাড়িতে নেই। এই খবর আদৃতের শাশুড়ির কানে পৌঁছালে কী হবে, সেটাই এখন প্রশ্ন। আদৃত কি পারবে সবকিছু সামলাতে? আর শুভর এমন আচরণ কি তাকে নতুন কোনো সমস্যায় ফেলবে?

আরও পড়ুনঃ আদির বাবার শর্তে চুরমার আনন্দীর স্বপ্ন! সুপায়নের অপকর্ম ফাঁস করতে নামল নায়ক-নায়িকা!

পরবর্তী পর্বে শুভ এবং আদৃতের জীবন কোনদিকে মোড় নেবে, তা দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। তাদের এই সমস্যার সমাধান কীভাবে হবে, আর পরিবারের বাকি সদস্যরা কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটাই এখন বড় প্রশ্ন।