নদীয়াতে আকাশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছে শুভ! এবার কি পুরনো জায়গাতে গিয়েই স্মৃতিশক্তি ফিরে পাবে আদৃত ?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। বর্তমানে আদৃত, শুভলক্ষ্মী এবং মোহনা-র জটিল সম্পর্ক ঘিরে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। একদিকে অতীতের টানাপোড়ন, অন্যদিকে নতুন জীবনের শুরু—সবকিছু মিলিয়ে জমে উঠেছে ধারাবাহিকের কাহিনী। প্রতিটা এপিসোড যেন দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৭ এপ্রিল (Grihoprobesh today episode 7 april)

আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, আদৃত এবং মোহনা একসঙ্গে হাজির হয়েছে শুভলক্ষ্মীর বাড়ির সামনে। পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আদৃতের চোখে ভেসে ওঠে পুরনো স্মৃতি। ঠিক সেই মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ে আদৃত। শুভ লক্ষ্মীর সঙ্গে দেখা হওয়ার আগেই মোহনা তড়িঘড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অন্যদিকে শুভলক্ষ্মী অনুভব করতে পারে আদৃত তার বাড়ির কাছেই এসেছে। সে ছুটে নিচে আসে কিন্তু কাউকেই দেখতে পায় না। কারণ ইতিমধ্যেই মোহনা আদৃতকে নিয়ে বেরিয়ে পড়েছে।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড,গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

এদিকে আকাশের মন জুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। এতদিন শুভ লক্ষ্মী বারবার তাকে বিয়ের জন্য না করে এসেছে। তাহলে হঠাৎ করে কেন সে রাজি হয়েছে? উত্তর খুঁজতেই আকাশ পৌঁছে যায় শুভ লক্ষ্মীর বাড়িতে। সোজাসুজি তাকে জিজ্ঞেস করে, সে কি সত্যিই এই বিয়েতে রাজি? শুভ লক্ষ্মী প্রথমে হ্যাঁ বললেও জানিয়ে দেয়, তার অতীতের স্মৃতি অর্থাৎ আদৃতকে সে কোনদিনই ভুলতে পারবে না। তখনই আকাশ জানিয়ে দেয়, তার নিজের জীবনেও অতীত ছিল। তারও বিয়ে হয়েছিল, কিন্তু সেই মানুষ হারিয়ে যাওয়ার পর সে আর নতুন করে কিছু ভাবেনি। তবে শুভ লক্ষ্মীকে দেখে আবার নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে।

এরপরের, শুভ লক্ষ্মীর পরিবার এবং দাদু বড় সিদ্ধান্ত নিয়ে নেবে। তারা ঠিক করবে, আকাশ এবং শুভ লক্ষ্মীর বিয়ে ভারতের নদীয়াতেই হবে, নিউইয়র্কে নয়। এই সিদ্ধান্ত শুভ লক্ষ্মীকে নতুন করে ভাবিয়ে তুলবে। কারণ, যেখানে একদিন আদৃতের সঙ্গে তার বিয়ে হয়েছিল, সেখানেই আবার ভগবান তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বলে মনে করতে শুরু করবে শুভ লক্ষ্মী।

আরও পড়ুনঃ গীতা এলএলবি-তে নায়ক বদল? স্বস্তিকের চরিত্রে আর দেখা যাবে না কুনাল শীলকে?

সব মিলিয়ে, ‘গৃহপ্রবেশ’-এর আজকের পর্বে একদিকে যেমন আদৃত-শুভ লক্ষ্মীর না দেখা সাক্ষাৎ, তেমনই অন্যদিকে আকাশের স্পষ্ট সিদ্ধান্ত দর্শকদের মন ছুঁয়ে যাবে। আগামী দিনে এই বিয়ে সত্যিই হবে কি না, আদৃত কী করবে—এই প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। ধারাবাহিকের আগামী এপিসোড যে আরও ধামাকা নিয়ে আসতে চলেছে, তা বলাই বাহুল্য