বাস্তবের সঙ্গে খাপ খায় না সাজ? ঐতিহাসিক চরিত্রের সাজে বাস্তবতা খুঁজে পাচ্ছেন না দর্শক, বিতর্কে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’! ‘এত গয়না পরে রাতভর ঘুম-প্রেম সম্ভব?’ ‘বিকৃত করা হচ্ছে বাংলার বীরাঙ্গনাকে!’– দর্শকদের কটাক্ষ!

বাংলা টেলিভিশন নিয়ে আবারও শুরু হয়েছে ধারাবাহিকে সাজসজ্জা বিতর্ক। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) শুরু থেকেই দর্শকের কৌতূহলের কেন্দ্রে। গল্পে ঐতিহাসিক পটভূমি ফুটে উঠলেও চরিত্রদের পোশাক আর গয়নায় বাড়াবাড়ি সাজ অনেকের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে। দর্শকের অভিযোগ, ঘুমোনোর সময় কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে এত ভারী গয়না আর বাহারি পোশাক পরে থাকা একেবারেই অবাস্তব লাগছে!

সম্প্রতি এক পর্বে এই বিতর্ক আরও জোরালো হয়েছে। দৃশ্যে দেখা গিয়েছে ভবানীকে মাটিতে শুয়ে থাকতে আর নায়ক রামকান্ত তাকে বারবার অনুরোধ করছেন বিছানায় আসার জন্য। শেষমেশ তিনি নিজেই স্ত্রীকে কোলে তুলে বিছানায় আনেন। কিন্তু দর্শকের দৃষ্টি আটকে যায় ভবানীর সাজসজ্জায়। গলায় একাধিক হার, হাতে একগোছা চুড়ি, নাকে নথ— সব মিলিয়ে রাতের ঘুম কিংবা প্রেমের মুহূর্তে এই সাজ যে বাস্তবতার সঙ্গে খাপ খায় না, তা নিয়ে জোরালো মন্তব্য করেছেন অনেকে।

আসলে, এই ধরনের সমালোচনা নতুন কিছু নয়। আগে হিন্দি ধারাবাহিকেও বহুবার দেখা গিয়েছে, চরিত্ররা লিপস্টিক, টিপ, ভারি লেহেঙ্গা পরে রাতে ঘুমাচ্ছে। সেই একই ধারা এবার বাংলা টেলিভিশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বলে অভিযোগ দর্শকের। তাঁদের বক্তব্য, গল্প যতই আকর্ষণীয় হোক না কেন, চরিত্রগুলির সাজপোশাকে এতটা বাড়াবাড়ি অপ্রয়োজনীয় এবং দেখতেও অস্বাভাবিক লাগে। তবে শিল্পীরা এই সমালোচনায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।

ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র ‘নারায়ণী’-র ভূমিকায় অভিনয় করছেন অরিজিতা মুখোপাধ্যায়। তাঁর মতে, আজকাল যাই করা হোক না কেন, দর্শকের একাংশ সমালোচনা করবেই। তিনি বলেন, “সময়কাল যেটা দেখানো হচ্ছে তখন রাজা-রানিরা সত্যিই গয়না আর ভারী পোশাকে থাকতেন। ফলে, চরিত্র ফুটিয়ে তুলতে গেলে এই ধরনের সাজের প্রয়োজন রয়েছে।” তাঁর যুক্তি, যেমন জনপ্রিয় ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবিগুলোতে দেখা মেলে,

আরও পড়ুনঃ ১০ বছর সুখের সংসার, সন্তানহীন জীবনেও একসঙ্গে পথচলা, তারপরেও হঠাৎ কেন ভেঙে গিয়েছিল অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর অনন্যার সম্পর্ক?

সেই চরিত্রকে ফুটিয়ে তুলতেই চিত্রনাট্য অনুযায়ী শিল্পীরা সেভাবেই সাজেন। অরিজিতার মতে, ধারাবাহিকের জগতে এটি একপ্রকার অলিখিত নিয়মে পরিণত হয়েছে। চরিত্রদের সাজানো হয় চিত্রনাট্যের দাবি মেনে, বাস্তবের সঙ্গে সবসময় মিল খুঁজে পাওয়া যায় না। তাই দর্শকের প্রশ্ন থাকলেও শিল্পীদের মতে এগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাঁরা মনে করেন, সমালোচনার মাঝেও যদি গল্প দর্শকদের আকর্ষণ করতে পারে, তবে সাজসজ্জার খুঁত আলোচনায় খুব একটা প্রভাব ফেলবে না।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।