মাথায় সিঁদুর, হাতে শাঁখা-পলা! বিয়ে করে ‘পাকা পটল’ হয়ে গেল হিয়া দে

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিল অভিনেত্রী হিয়া দে। এখনও অনেকেই তাকে তার আসল নামের পরিবর্তে পটল কুমার গানওয়ালা বলেই বেশি চেনে। গানগে নিজের বাবাকে খুঁজে বেড়াতে পটল। মেয়ে হলেও ছেলের বেশে থাকত সে। অত কম বয়সী নায়িকা অভিনয় দক্ষতার প্রমাণ দেখিয়েছিল তাতে অবাক হয়েছিল দর্শকরা।

পরবর্তীকালে আলো ছায়া, ফেলনা ধারাবাহিকসহ নির্ভায়া নামক একটি সিনেমাতেও কাজ করেছে হিয়া। কিন্তু এখন অভিনয়ের তুলনায় সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় সে।

হামেশাই কিছু না কিছু পোস্ট করে চলেছে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে। সেখানেই একটি অবাক করা ছবি পোস্ট করে সে। মাথায় সিঁদুর, হাতে শাঁখা-পলা পরে রয়েছে। পরনে গোলাপি রঙের একটি শাড়ি। স্নিগ্ধ মেকআপ। সকলের প্রশ্ন তাহলে কি বিয়ে করে ফেললো হিয়া?

এই প্রশ্নের পাশাপাশি একাধিক অন্যান্য ধরনের মন্তব্য সামনে এসেছে। কেউ বলছে বৌদি বৌদি লাগছে, কেউ আবার প্রশ্ন করল যে কবে বিয়ে হল তার। অন্যদিকে কোনদিনই এইসব মন্তব্যকে তোয়াক্কা করেনি নায়িকা। মনে করা হচ্ছে এটি তারা আগামী কাজের একটি লুক।

You cannot copy content of this page