হঠাৎ কেন বদলে দেওয়া হলো চিনির নায়িকা কে? আসল ঘটনা কি? মুখ খুললেন প্রযোজক!

স্টার জলসার (Star Jalsha) আবার‌ও হতে চলেছে মূল অভিনেত্রীর পরিবর্তন? স্টার জলসায় ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী? টলিপাড়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই গুঞ্জন। সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিনি (Cheeni)। ধারাবাহিকটি শুরু হয়েছে ২১শে জানুয়ারি থেকে। কিন্তু মাস যেতে না যেতেই পরিবর্তন হতে চলছে মূল অভিনেত্রী। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে এইরকমই খবর।

এর আগের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লাভ বিয়ে আজ কালে হয়েছে মূল অভিনেত্রীর পরিবর্তন। আগে ধারাবাহিকটিতে শ্রাবণের ভূমিকায় মধুমিতা সরকারকে দেখা গেলেও পরে প্রযোজনা সংস্থা মধুমিতাকে শ্রাবণের চরিত্র থেকে সরিয়ে নেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। তবে কি আবার ঘটতে চলেছে একই ঘটনা! চিনি ধারাবাহিকটি শুরু হয়েছে একমাসও হয়নি। তবে ইতিমধ্যেই তার মূল অভিনেত্রীর পরিবর্তন হতে চলেছে।

জানা যাচ্ছে ধারাবাহিকটির কাহিনী আকর্ষণীয় হলেও যেইরকম টিআরপি প্রযোজনা সংস্থা আসা করেছিল সেইরকম টিআরপি আসছে না ধারাবাহিক থেকে। তাই মূল অভিনেত্রীর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। চিনির চরিত্রে ইতিমধ্যেই দেখা গেলে অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্যকে। শোনা যাচ্ছে চিনির চরিত্রের জন্য ইতিমধ্যেই ভাবা হয়েছে অভিনেত্রী বিজয়লক্ষ্মীর কথা। কিন্তু তিনিই করতে চলেছেন চিনি এইরকম কোনও নির্দিষ্ট খবর এখনও পাওয়া যায়নি।

মূল অভিনেত্রী পরিবর্তনের বিষয়ে ইন্দ্রানীর কাছ থেকে জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। এই বিষয়ে চিনির লেখিকা এবং প্রযোজক সাহানা দত্ত জানিয়েছেন শুধু টিআরপি নয়, ইন্দ্রানীর শরীরও বিশেষ ভালো নয়। কিন্তু মূল অভিনেত্রী পরিবর্তনের বিষয়ে মুখ খোলেননি তিনিও। তবে কি মনে হয় আপনাদের সত্যিই কি পরিবর্তন হতে চলেছে মূল অভিনেত্রীর।

You cannot copy content of this page