মা-মেয়ের চরিত্রে এবার মানালি-রাধিকা! এ যে অবিকল ‘মা’ ধারাবাহিকের গল্প! ‘দুগ্গামণি ও বাঘ মামা’ গল্প ঘিরে কটাক্ষ নেটিজেনদের

বাংলা টেলিভিশনের দুনিয়ায় স্টার জলসা(star jalsha)জি বাংলা(zee bangla) , এই দুই চ্যানেলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। একের পর এক নতুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করাই তাদের লক্ষ্য। একটি সিরিয়াল শেষ হতে না হতেই নতুন গল্পের সূচনা হয়, যা দর্শকদের আগ্রহ ধরে রাখে। নতুন চরিত্র, নতুন কাহিনি—সব মিলিয়ে ছোটপর্দায় প্রতিদিনই তৈরি হয় নতুন চমক।

এবার শোনা যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা–এর ছায়া দেখা যেতে পারে নতুন এক সিরিয়ালে! অনেকের মতে, একই ধরনের গল্পের ছোঁয়া মিলবে জি বাংলার নতুন মেগাতে। তাহলে কি এবার স্টার জলসার ধারাবাহিকের প্রভাব পড়ছে জি বাংলায়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

জি বাংলার নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা–র প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, কে প্রথম কাছে এসেছি খ্যাত রাধিকা কর্মকার এক দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলছে। সে ভগবানকে অনুরোধ করছে, যেন তাকে ধরা না হয়। কিন্তু হঠাৎই সে খেয়াল করে, প্রতিমার চোখ আঁকা নেই। তখন সে নিজেই প্রতিমার চোখ এঁকে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হন মানালি মনীষা দে। এই খুদেই কি মানালির মেয়ে? গল্প ঘুরবে ঠিক কোন দিকে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ধারাবাহিকের সম্প্রচার পর্যন্ত।

আরও পড়ুনঃ থামল ‘আমি বাংলায় গান গাই’ গানের স্রষ্টার পথচলা, খসে গেল আর‌ও এক তারা, প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়

এই নতুন সিরিয়ালে মানালি মনীষা দে ছাড়াও থাকছেন রাধিকা কর্মকার, রাহুল বসু, কন্যাকুমারী মুখোপাধ্যায় এবং আরও অনেকে। ইতিমধ্যেই প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পর আবারও জি বাংলায় ফিরছেন মানালি, যা তাঁর অনুরাগীদের জন্য বড় চমক।

জি বাংলা চ্যানেলের তরফ থেকে প্রোমো শেয়ার করে লেখা হয়েছে, “ভাববে যে যা যক্ষুনি, মন পড়ব তক্ষুনি! সবার মনের কথা বলে দিতে আসছে দুগ্গামণি ও বাঘ মামা।” এখন দেখার, এই নতুন গল্প দর্শকদের কতটা টানতে পারে!