ফের ছোটপর্দায় ফিরছেন সুপারস্টার জিৎ! কোথায় দেখা যাবে অভিনেতাকে?

বাংলা সিনেমা জগতের অন্যতম সুপারস্টার হলেন জিৎ (jeet)। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি টলিউডে রাজত্ব করছেন। ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি, যা রাতারাতি তাঁকে তারকা বানিয়ে দেয়। এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন জিৎ। তাঁর স্টাইল, ডায়লগ ডেলিভারি এবং অনস্ক্রিন ক্যারিশমা তাঁকে ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের মধ্যে জায়গা করে দেয়।

শুধু অভিনয় নয়, বর্তমানে তিনি সফল প্রযোজকও। ‘জিৎস ফিল্মওয়ার্কস’ নামে নিজের প্রযোজনা সংস্থা খুলে একের পর এক সফল ছবি উপহার দিচ্ছেন দর্শকদের। তাঁর হাত ধরে তৈরি হয়েছে ‘বাচ্চা শ্বশুর’, ‘চেঙ্গিজ’, ‘বদমাশ’ মতো সিনেমা। তবে জানেন কি, বড়পর্দায় সুপারস্টার হওয়ার আগেও জিৎ অভিনয়ে ছিলেন? আর সেটা ছিল ছোটপর্দায়! অনেকেই হয়তো জানেন না যে, সিনেমায় আসার আগে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন জিৎ।

সম্প্রতি জিৎ-এর এক পুরনো ভিডিও সামনে আসতেই তুমুল চর্চা শুরু হয়েছে। ভিডিওটি দেখে চমকে গেছেন নেটিজেনরা। বহু আগে, যখন তিনি সিনেমায় আসেননি, তখনই এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতেন জিৎ। ১৯৯৪ সালে ‘বিষবৃক্ষ’ নামের এক টিভি সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। প্রথমে হিন্দি ভাষায় সম্প্রচার হলেও পরে বাংলায় ডাব করা হয় এই ধারাবাহিক। সেই সিরিয়ালে এক যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, আর তাঁর সাবলীল অভিনয় তখন থেকেই দর্শকদের নজর কাড়ে।

অভিনেতার এক ফ্যানপেজ থেকে সম্প্রতি সেই সিরিয়ালের ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন, “এ যে আমাদের জিৎদা! তখন থেকেই এত স্মার্ট!” অনেকে আবার মজা করে বলেছেন, “সুপারস্টারের সফর ছোটপর্দা থেকেই শুরু!” জিতের ফ্যানেরা এই ভিডিও দেখে নস্টালজিক হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ প্রিয়রঞ্জনের বড় ছেলে দেবা, সত্যি সামনে এলো গৌরবের সামনে, ধুন্ধুমার পর্ব দুই শালিকে

এই ভিডিও সামনে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন জিৎ? সূত্রের খবর, অভিনেতা ও প্রযোজক হিসেবে জিৎ নাকি একটি নতুন টেলিভিশন প্রজেক্ট নিয়ে কাজ করছেন! যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই ভিডিও সামনে আসার পর থেকে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাহলে কি সত্যিই জিৎ আবার ছোটপর্দায় ফিরবেন? উত্তর মিলবে খুব শীঘ্রই।