দুই শালিকে ধুন্ধুমার পর্ব! আঁখিকে খুন করে প্রিয়রঞ্জনের সঙ্গে হাত মেলালো ঝিলিক! বিরাট চমক আসছে ধারাবাহিকে

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল “দুই শালিক” প্রতিদিন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। এবার গল্পের মোড় এমন এক দিক নিয়েছে, যা দর্শকদের অবাক করে দিয়েছে। হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে এসেছে ষ্টার জলসার “দুই শালিক”(Dui Salik)

খুব কম সময়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে এই ধারাবাহিক। দুই বোন আঁখি ও ঝিলিক গল্পের মুখ্য চরিত্র। যেখানে অভিনয় করছেন তিতিক্ষা দাস ও নন্দিনী দত্ত। এদিকে তাঁদের নায়কদের ভূমিকায় রয়েছেন সায়ন বোস যিনি গৌরব কাঞ্জিলালের চরিত্রে অভিনয় করছেন এবং অর্কপ্রভ রায় যিনি দেবার চরিত্রে অভিনয় করছেন। প্রায় একইরকম দেখতে বলে ঝিলিক আর আঁখি একে অপরের রূপ ধরে রয়েছে।

dui shalik today episode 13 february

সম্প্রতি টেলিকাস্ট হয়েছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যেখানে দেখা গেল, প্রিয়রঞ্জন ঝিলিককে আঁখি ভেবে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং বন্দুকের ভয় দেখিয়ে জোর করে একটি কাগজে সই করানোর চেষ্টা করে। সেই মুহূর্তেই আসল আঁখি এসে পড়ে এবং বলে যে সে আসল আঁখি।

প্রিয়রঞ্জন আঁখি ও ঝিলিককে একসাথে দেখে চমকে ওঠে। ঠিক তখনই ঝিলিক প্রিয়রঞ্জনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। প্রথমে সেই বন্দুক প্রিয়রঞ্জনের দিকে তাক করলেও পরে আঁখিকে গুলি করে দেয় ঝিলিক, এবং আঁখি মাটিতে পড়ে যায়। এই দেখে প্রিয়রঞ্জন ভয় পেয়ে যায়।

আরও পড়ুনঃ প্রেম দিবসেই সুখবর! বিয়ের এক বছরের মধ্যেই দারুণ সুখবর দিলেন ‘নিম ফুলের মধু’র ছোটকা

তখনই ঝিলিক তাকে প্রস্তাব দেয় যে আঁখির সই শুধু প্রিয়রঞ্জনের প্রয়োজন। সেই জন্যই ঝিলিক আঁখি হয়ে সই করে দেবে বদলে তাকে সম্পত্তির অর্ধেক মালিকানা দিতে হবে। এই কথা শুনে প্রিয়রঞ্জন কিছুটা স্বস্তিতে আসে। এরপর প্রিয়রঞ্জন ও ঝিলিক দুজনেই হাসতে থাকে।

অন্যদিকে দেখা যাচ্ছে আদৌ ঝিলিকের গুলি লেগে মৃত্যু হয়নি। সে শুধু মাত্রই অভিনয় করে মাটিতে পড়ে গিয়েছিলো। বোঝাই যাচ্ছে যে আঁখি ও ঝিলিকের মিলিত চক্রান্ত ছিল এটা, প্রিয়রঞ্জনের মুখোশ খোলার জন্যই এমন পন্থা অবলম্বন করেছে তারা। তবে এই টুইস্ট দেখে দর্শকরা বেশ উচ্ছাসিত। তবে এই টানটান উত্তেজনার প্রোমোর পর ধারাবাহিকের এপিসোডে কি হতে চলেছে তাই এখন দেখার।