প্রসূন গায়েন (Prasun Gain), এই মুহূর্তে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। বর্তমানে টেলিভিশনে অভিনয় করলেও বিনোদন জগতের যাত্রা শুরু হয়েছিল বড় পর্দার মাধ্যমেই। প্রসঙ্গত বলা যায়, অভিনেতাকে এখন দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। এই সিরিয়ালে (serial) অভিনেতা অবশ্য ‘ছোটকা’ নামেই পরিচিত।
বলাই বাহুল্য অভিনেতার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘কানামাছি’, ‘ব্যোমকেশ’, ‘জুলফিকার’ এবং আরো অনেক। ব্যক্তিগত জীবনে এই অভিনেতা গত বছর শহর থেকে কিছুটা দূরে এক রাজ বাড়িতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের মাধ্যমে অভিনেত্রী পিয়ালী দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
অন্যদিকে আবার একটু খেয়াল করলে দেখা যাবে চলতি এই প্রেমের সপ্তাহে এই তারকা দম্পতি এক বছরের মধ্যেই সুখবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে। গত ১২ই ফেব্রুয়ারি বিবাহ বার্ষিকীর দিন এই দম্পতি জানালেন সেই বিশেষ খবর। খুশির খবর মানেই এই নয় যে তারা বাবা-মা হতে চলেছেন। থাকছে সকলের জন্য অপ্রত্যাশিত চমক।
আরও পড়ুনঃ ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমের স্বীকারোক্তি! পাঁচবার বিয়ের করার পরও আবার নতুন সম্পর্কে মজেছেন কবীর সুমন!
আসলে, আজ অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন একটি মিউজিক ভিডিও লঞ্চ হতে চলেছে, যার নাম ‘আমার মন চায়’। এই ভিডিওটির পরিচালনায় রয়েছেন অভিনেতা নিজেই। তবে এই মিউজিক ভিডিওতে রসুনের নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী দীপর্ণা দাসকে।
এই মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন গায়ক শুভজিৎ রাউত এবং সৌরভ দে। গানটির গীতিকারও ছিলেন এই দুজনেই। এই ভিডিওর গানে কেবল সুর দিয়েছে সৌরভ দে। অভিনেতার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্রসূন গায়েন ইনিসিয়েটিভ’-এ মুক্তি পাবে এই গানটি। এই গানটি ছোট্ট একটি টিজার দেখার পর অনেকেই আগ্রহী হয়ে রয়েছেন কেমন হতে চলেছে অভিনেতার এই মিউজিক ভিডিও?