“জীবনের প্রথম প্রেম কখনও ভোলা যায় না, আমিও পারিনি, কিন্তু শিখেছি অনেক কিছু!”— ‘চিরসখা’র ‘পার্বতী’তে নিজেকেই খুঁজে পেলেন কমলিকা ব্যানার্জি! বাস্তবের ব্যথা কি ছায়া ফেলেছে চরিত্রেও? জানেন কে ছিলেন অভিনেত্রীর প্রথম প্রেমিক?

এক সময় যাঁর মুখ দেখলেই দর্শক চ্যানেল বদলাতে ভুলে যেতেন, তিনি অভিনেত্রী ‘কমলিকা ব্যানার্জি’ (Kamalika Banerjee)। ছোট হোক বা বড় পর্দা, তাঁর উপস্থিতি মানেই একধরনের বিশ্বাসযোগ্যতা। অভিনয়ে যে সাবলীলতা ও সহজাত ভঙ্গি তাঁর আছে, তা খুব কম অভিনেত্রীর মধ্যেই দেখা যায়। ইতিবাচক চরিত্রে যেমন প্রশংসা পেয়েছেন, তেমন নেতিবাচক চরিত্রেও তাঁর জুরি মেলা ভার। ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে ‘ছুটকি’ চরিত্র থেকে শুরু হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে তাঁর নামটাই দর্শকদের কাছে আলাদা গুরুত্ব পেত।

তবে সময় বদলেছে। বর্তমানে পর্দায় আর তাঁকে আগের মতো দেখা যায় না। অনেকেই মনে করেছেন হয়তো কোনও আক্ষেপ রয়েছে ইন্ডাস্ট্রির প্রতি বা ব্যাক্তিগত জীবনের টানাপোড়েন, কিন্তু বাস্তবটা অনেক সহজ। কমলিকা নিজেই জানিয়েছেন, এই বিরতির পেছনে ছিল কিছু একান্ত নিজস্ব কারণ। কাজের প্রতি তাঁর ভালোবাসা কখনও কমেনি, কিন্তু বাস্তব জীবনের কিছু পরিস্থিতি তাঁকে অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য করেছে। এবার সেই বিরতি ভেঙেই আবারও তিনি ফিরেছেন ‘চিরসখা’ ধারাবাহিকে ‘পার্বতী’ চরিত্রে।

তবে এই চরিত্র নিয়ে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনই সমালোচনার ঝড়ও উঠেছে। কারণ, পার্বতী চরিত্রটি একরকম নেতিবাচক যে একটা সম্পর্ককে জোর করে নিজের করে রাখার চেষ্টা, মিথ্যেকে সত্যি হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার মানসিকতা, এসব দর্শকদের ভালো লাগছে না। স্বতন্ত্রর প্রথম এবং শেষ ভালোবাসে কমলিনী জেনেও পার্বতী সেটা নষ্ট করতে চাইছে, এটা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। তবে এটা চরিত্রের দোষ, অভিনেত্রীর নয়। বরং এমন চরিত্রে সাবলীলভাবে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই একজন দক্ষ অভিনেত্রীর পরিচয়।

কমলিকার নিজের জীবন অবশ্য অনেকটাই ভিন্ন। বাস্তবে তিনি বিশ্বাস করেন, জীবনের প্রথম প্রেম যতই ব্যথা দিক, তবুও সেটা মানুষকে বদলে দেয়, শেখায়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, সেই এক সময়কার সম্পর্ক এখনও তাঁর মনে গভীরভাবে গেঁথে আছে, আজও সে স্মৃতি চোখে জল এনে দেয়। যদিও তিনি কখনওই সেই প্রেমিকের নাম প্রকাশ করেননি, তবু ইন্ডাস্ট্রির মধ্যেই কেউ একজন ছিলেন সেটা অনেকেই আন্দাজ করেন। কেউ বলেন এক জনপ্রিয় সঞ্চালক, কেউ বলেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ “জগদ্ধাত্রী, গীতা সব যেন মিলিয়ে মিশিয়ে বিদ্যাকে বানানো!” “এমন বিজ্ঞান বোঝাতে বোঝাতে কে মারে?”— প্রথম প্রোমোতেই বিতর্কে স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ‘ভজ গোবিন্দ’র পর স্বস্তিকার কামব্যাক, কিন্তু চরিত্রে গীতা-জগদ্ধাত্রীর ছায়া?

সব মিলিয়ে কমলিকা ব্যানার্জি একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও যথেষ্ট পরিণত ও সংবেদনশীল। পর্দার বাইরে তিনি যেমন মাটির কাছাকাছি, তেমনি পর্দার সামনে দাঁড়িয়ে নিজের চরিত্রে প্রাণ ঢেলে দেন। ‘চিরসখা’-র পার্বতী চরিত্রটি যতই বিতর্ক তৈরি করুক, তাতে কমলিকার অভিনয়ের সত্যতা নিয়ে কোনও সন্দেহ থাকে না। বরং প্রত্যাবর্তনের পর তিনি আবার প্রমাণ করে দিলেন, পর্দায় তাঁর জায়গাটা এখনও ফাঁকাই ছিল। আপনাদের কেমন লাগছে পার্বতী চরিত্রে কমলিকার অভিনয়?

You cannot copy content of this page