একটা সময় সেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর আজ তিনিই বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা, স্বপ্নীলার অভিনয় যাত্রা চোখে জল আনবে আপনারও

বর্তমানে জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলো দর্শকদের মনোরঞ্জন করছে তাদের মধ্যে অন্যতম হল অর্গানিক স্টুডিওর মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই তিন বোনের জীবন যুদ্ধের কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের। জীবনের উত্থান পতনে ভেঙে তছনছ হয়ে গেছে তিন বোনের সাজানো জীবন। আর এই তিন বোন অর্থাৎ আরাত্রিকা, দেবাদৃতা, স্বপ্নীলার অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে বাঙালি দর্শকদের। ‌

এই ধারাবাহিকে রাই এবং নীলুর চরিত্রে নিয়ে বারবার তর্কবিতর্ক হলেও শুরুর থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল ছোট বোন স্রোত। ধারাবাহিকের আর দুই বোনের মতো নয়, স্রোতের চরিত্রটিকে বরাবরই দেখা গেছে সাহসী, পরিশ্রমী, মেধাবী এবং স্পষ্ট বক্তা হিসেবে। অন্যায় দেখলে একেবারেই আপোষ করেনা স্রোত। দর্শকদের মধ্যে দারুন জনপ্রিয় স্বপ্নীলার চরিত্র। যদিও অভিনেত্রী জানিয়েছিলেন এটি তার তৃতীয় ধারাবাহিক। এর আগে এক্কাদোক্কা ধারাবাহিকেও দারুণ ভাবে নজর কেড়েছিলেন স্বপ্নীলা।

Bengali serial

যদিও সব ধারাবাহিকেই উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন এবার মিঠিঝোরার স্রোতকে ছোটপর্দায় মুখ্য ভূমিকায় দেখতে চান তারা। তবে জানেন কি নায়িকা হিসেবে নয় খলনায়িকা হিসেবে প্রথম বারের মতো পর্দায় এসেছিলেন এই অভিনেত্রী। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ভিলেন হিসেবে প্রথম দেখা যায়। এরপর কন্যাদান, এক্কাদোক্কা আর এখন মিঠিঝোড়া।

কি কান্ড! কি কারণে গায়িকা পৌষালীর কাছে ক্ষমা চাইতে হল অরিজিৎ সিংকে! 

তবে এই অভিনেত্রীর অভিনয় যাত্রা কিন্তু খুব সহজ ছিল না। যথেষ্ট পরিশ্রম, স্ট্রাগল রয়েছে তার পিছনে। উল্লেখ্য, আদতে স্বপ্নীলা আসানসোলের মেয়ে। কাজ পাওয়ার আশায় একটা সময় আসানসোল থেকে কলকাতা যাতায়াত করতেন। ঘুরে বেড়াতেন স্টুডিওতে। প্রচুর জায়গা থেকে তা কিন্তু দূর দূর করে তাড়িয়েও দেওয়া হয়েছে। কিন্তু থেমে যাননি, আশা ছাড়েননি। মনের জোর আর ইচ্ছে শক্তিকে সম্বল করে আজ সফল অভিনেত্রী স্বপ্নীলা। এবার তাকে মুখ্য চরিত্রে দেখার আশায় তার ভক্তরা।

You cannot copy content of this page