TRP: ব্যাপক রদবদল! উঠে এলো নতুন শুরু হওয়া রামপ্রসাদ! গাঁটছড়া পেলো স্থান? ভাগ্যে বৃহস্পতি জি বাংলার

এই মুহূর্তে জি বাংলা হোক বা স্টার জলসা সবক্ষেত্রেই জোরদার টক্কর চলছে। শুধু চ্যানেলের নিজেদের মধ্যে নয়, পাশাপাশি আবার এক চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের মধ্যেও চলছে তুমুল প্রতিযোগিতা। কখনও এ বলে আমায় দেখে আবার কখনও ও বলে আমায়।

এই লড়াই শুধুমাত্র টিআরপির জন্য। টিআরপি ঠিক করে কোন সিরিয়ালের দৌড় কতটা হবে আর কোন সিরিয়াল এগিয়ে যাবে। এভাবেই এই মুহূর্তে এমন অনেক সিরিয়াল রয়েছে যাদের ভাগ্যে শনি আর কারুর আবার ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে। আজ এলো এই সপ্তাহের টিআরপি ফল। আর তাতে দেখা গেলো যে এবার তুমুল বদল হয়েছে তালিকায়।

শুরুর স্থান ধরে রেখেছে সেই জগদ্ধাত্রী। কিন্তু গাঁটছড়াকে নিয়ে অনেকটা প্রত্যাশা ছিল ভক্তদের এবারেও তার দেখা পাওয়া গেলো না। মনে করা হচ্ছিল যে এবার হয়তো নতুন প্রজন্ম আসার আভাসে ভালো কিছু ফল পাওয়া যাবে। তবে অনুরাগের ছোঁয়া আবার পিছিয়ে পড়ল। আগের সপ্তাহে দ্বিতীয় এবারও দ্বিতীয় কিন্তু এবার স্কোর আরো কম।

এদিকে খুশির খবর জি বাংলার জন্য। প্রথম, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম সব স্থান দখল করেছে জগদ্ধাত্রী, গৌরী এলো, নিম ফুলের মধু আর রাঙা বউ। মাত্র একটা জায়গা ধরে রেখেছে স্টার জলসা। রামপ্রসাদ খাতা খুলেছে এবার। মিঠাইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে এবার এই সিরিয়াল।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• জগদ্ধাত্রী ৮.২
২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৭
৩য় •• গৌরী এলো ৭.৫
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৪
৫ম •• রাঙা বউ ৬.০

Trending ••
রামপ্রসাদ Opening – ৩.২
মিঠাই – ৪.২

You cannot copy content of this page