স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস-এর রঙিন সন্ধ্যায় সকল প্রিয় চরিত্রের মতন, ঝলমলে উপস্থিতি ছিল সকলের প্রিয় কথা ও এভির! এক সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল তাঁদের দুষ্টুমিষ্টি মুহূর্ত, আর সেখানেই মিলল চমকপ্রদ কিছু মন্তব্য!
কথা ও এভি দুজনেই নজর কেড়েছেন তাঁদের স্টাইলিশ লুকে। কথা পড়েছিলেন অফ-শোল্ডার রয়্যাল ব্লু গাউন, আর এভি ছিলেন ইয়েলো পার্টি স্যুটে। তাঁদের এই গ্ল্যামারাস উপস্থিতি মন জয় করেছে ভক্তদের। তবে শুধু ফ্যাশন নয়, তাঁদের খুনসুটি আর বন্ধুত্বপূর্ণ রসায়নও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
এভি কথাকে দেখেই বলে ওঠেন, “তুমি তো একেবারে ব্লু পরী!” উত্তরে কথা মুচকি হেসে তাঁকে “প্রিন্স চার্মিং” বলে সম্বোধন করেন। ব্যস! এই কথাতেই যেন নড়েচড়ে বসেন এভি, যা ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তে ভাইরাল হতে শুরু করে ভক্তদের মধ্যে!
আরও পড়ুনঃ “আজান শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, আমি আল্লাহর ভক্ত!” মহাশিবরাত্রির দিনে সৌমিতৃষার মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া!
এখানেই শেষ নয়! কথার সঙ্গে তাঁর ‘ধাক্কা কানেকশন’ যে পার্মানেন্ট, তা সবার সামনে মজা করেই বলে ফেললেন এভি। তবে সেই সঙ্গে এটাও জানালেন, “কথা কিন্তু খুব সংসারী মেয়ে!” তাঁদের এই মিষ্টি কথোপকথন দেখে ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত! তাহলে কি এই বন্ধুত্ব আরও গভীর হতে চলেছে? নাকি এটা শুধুই মজার মুহূর্ত? উত্তর সময়ই দেবে!