টেলিভিশনের পর্দায় একটি সিরিয়ালের শুরু যেমন আনন্দের, শেষটাও তেমন আবেগঘন হয়। দর্শকরা দিনের পর দিন চরিত্রগুলোর সঙ্গে জড়িয়ে পড়েন, আর যখন জানা যায় গল্পটা শেষ হতে চলেছে, তখন মন খারাপ হয় তাঁদেরও। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ নিয়ে ঠিক এমনই খবর সামনে এসেছে, যা ইতিমধ্যেই অনুরাগীদের আবেগপ্রবণ করে তুলেছে।
শুরুটা হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। খুব অল্প সময়েই সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে’র জুটি দর্শকের মনে জায়গা করে নেয়। গৃহিণীদের বিকেলের সঙ্গী হয়ে উঠেছিল এই ধারাবাহিক। গুহ পরিবারের নানা টানাপোড়েন, কথা-অগ্নি’র প্রেম, মিষ্টি খুনসুটি কিংবা সম্পর্কের উষ্ণতা—সব মিলিয়ে সিরিয়ালটি হয়ে উঠেছিল বিশেষ প্রিয়। এই পথ চলারই শেষ অধ্যায়ের কথা জানালেন পর্দার ‘কথা’ অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে।
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘কথাকলি গুহ নামটা আমার সারা জীবনের সঙ্গে থেকে যাবে। এই চরিত্রটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, শ্রদ্ধা দিয়েছে। শুধু একটি কাজ নয়, এর মধ্যে আমি পেয়েছি একটি পরিবার।’ সহ-অভিনেতাদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, এই যাত্রার প্রতিটি মুহূর্ত তাঁর কাছে বিশেষ স্মৃতির হয়ে থাকবে। পোস্টটির সঙ্গে ধারাবাহিকের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি।
এই আবেগঘন পোস্ট দেখে ভক্তদের মনও ভেঙে গিয়েছে। কেউ লিখেছেন, ‘পাচকমশাই আর গোবর দেবীকে আমরা ভুলতে পারব না।’ আবার কারও মন্তব্য, ‘খবরটা শুনে চোখ ভিজে এল।’ কেউ বা বলছেন, ‘কথা চরিত্রটা আমাদের অনেক কিছু শিখিয়েছে।’ সোশ্যাল মিডিয়ার কমেন্টে স্পষ্ট, দর্শকের কাছে এই জুটির জনপ্রিয়তা কতটা গভীর।
আরও পড়ুনঃ “নিজেই সিঁদুর পরে স্ত্রী হয়ে গেল পার্বতী, এখন নাকি স্বতন্ত্র আর কাউকে বিয়ে করতে পারবে না!” “কাল কাঁদছিলো অধিকার চাইবে না বলে, আজ দাবি করছে স্বতন্ত্রই তাঁর স্বামী!” “স্বতন্ত্রের এটা জীবন না নাটকের মঞ্চ?”— পার্বতীর চরিত্র নিয়ে ক্ষুব্ধ ‘চিরসখা’র দর্শকরা!
তবে মন খারাপের মধ্যেও ভক্তদের জন্য আছে খুশির খবর। এখনও ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে না। ৫০০-এর বেশি এপিসোড পূর্ণ হওয়ার পরই ‘কথা’র বিদায় হবে। এর মধ্যে ৭ অক্টোবর থেকে বিকেল ৫টায় নতুন সময়ে দেখা যাবে সিরিয়ালটি। তাই প্রিয় চরিত্রগুলিকে আরও কিছুদিন উপভোগ করতে পারবেন দর্শক। সুস্মিতা যেমন লিখেছেন, ‘প্রতিটি শেষ মানেই একটি নতুন শুরু।’ তাই এই বিদায়ের আড়ালেও লুকিয়ে আছে নতুন সূচনার আশা।