লালনের কাছ থেকে উচিত শিক্ষা পেল ফুলঝুরি! ‘বেশ হয়েছে’, বলছে নেটিজেন, জমে গেলো আজকের ধুলোকণা

আজকাল মানুষের কর্মব্যস্ত জীবনে বিনোদনের খোরাক হয়ে উঠেছে বাংলা সিরিয়ালগুলি। কিন্তু প্রায় সব গল্পের বিষয় বস্তু যদি একই রকম হয়ে যায় তাহলে তা একঘেয়ে লাগতে শুরু করে দর্শকদের কাছে।

অন্যদিকে টিআরপি বাড়াতে এবং দুই প্রান্তে নির্মাতারা অনেক সময় এমন বিষয়বস্তু বেছে নেন যেখানে বাস্তবিকতার অভাব রয়েছে। ফলে এতে টেনে বাড়ানো হয় গল্প, মনে করে দর্শক। কিন্তু সেই গল্প ভালো লাগে না দর্শকদের।

এখন এমনটাই যেনো হচ্ছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণার সঙ্গে। ৯ মাস ধরে চলার পর প্রথম আগের সপ্তাহে টিআরপি তালিকায় টপে উঠে এসেছে। কারণ লালন এবং ফুলঝুরির বিয়ে। হয়তো এই সপ্তাহেও মিঠাইকে টপকে যাবে। কিন্তু তারপর কী হবে? কারণ ইতিমধ্যেই দর্শকের মনে হচ্ছে স্লো হচ্ছে গল্প।

লালনের বাবার অনুরোধ মেনে ফুলঝুরি লালনকে বিয়ে না করলেও চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়ের পর যেনো ন্যাকামো করছে সে। রাতের বেলা দেখা করা, লালনের হাত ধরে টানা মেনে নিচ্ছে না দর্শক। গতকাল আবার বাবা বুলেটের কাছে থাপ্পড় খেয়েছে সে।

আজ দেখা যাবে লালন এর কড়া জবাব দেবে ফুলঝুরিকে। লালনকে সে ফোন করে কান্নাকাটি করছে। এতে রেগে গেলো লালন। সে বলে ফেলে এক সময় যে সে লালনের নামে সিঁদুর পড়ত সেটা কি মুছে দিলো? এখন কি তার নিজেকে বিধবা লাগে? এতেই আরো কাঁদছে ফুলঝুরি। এতেই খুশি দর্শক।

You cannot copy content of this page