TRP BREAKING: TRP ওয়ালা স্মাইল ফিরে আসলো, যাবতীয় রেকর্ড ভেঙে লক্ষ্মী কাকিমা প্রথম স্থানে! ‘নিশ্চয়ই কারচুপি করেছে টিআরপিতে’, নিজেদের সান্ত্বনা দিচ্ছেন মন ফাগুন ভক্তরা

প্রত্যেক বৃহস্পতিবার সকাল ১১:৩০ টা থেকে উৎকণ্ঠা শুরু হয়ে যায় ধারাবাহিকের দর্শকদের। এই দিন টিআরপি রেটিং বেরোয়। আর তারপর সারাদিন সেই নিয়ে চলে আলাপ-আলোচনা। কে প্রথম হয়েছে আর কে দ্বিতীয়,কেইই বা প্রথম পাঁচে স্থান পেল আর কে ছিটকে গেল এই নিয়ে চলে বেজায় তর্ক সমালোচনা ঝগড়া।

এক এক সপ্তাহে অবাক করা সব ফলাফল হয় আবার কিছু সপ্তাহে প্রত্যাশিত থাকে।যেবার ধুলোকণা প্রথম স্থান পেল সেবার লোকে খুব চমকে গেছিলেন আর এবার যে প্রথম হয়েছে তার নাম শুনেই মাথা ঘুরে পড়ে গেছে মন ফাগুন ভক্তরা। অনেকেই এটা পড়ে ভাবলেন তাহলে কি মিঠাই প্রথম হয়েছে?না।

তাহলে বাকি কে থাকলো? জি বাংলার লক্ষ্মী কাকীমা সুপারস্টার। কাকিমা সত্যিই সুপারস্টার, অপরাজিতা আঢ্যকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পজিটিভ আলোচনা একদম হয় না। লক্ষ্মী কাকিমাকে নিয়ে হাসাহাসি করেন সকলে সেই লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবার টিআরপি রেটিং তালিকায় সকল রেকর্ড ব্রেক করে প্রথম স্থান অধিকার করেছে। দুলালের টিআরপি ওয়ালা স্মাইল আবার ফিরে এসেছে।

দ্বিতীয় স্থানে চলে গেছে ধুলো কণা। মিঠাই চতুর্থ স্থানে রয়েছে এবং গৌরী এলো চলে গেছে পঞ্চম স্থানে। গাঁটছড়াও পঞ্চম স্থানে,আলতা ফড়িং তৃতীয় স্থানে। ধামাকা করে দিয়েছে ১০ই এপ্রিলের এপিসোড। লক্ষ্মী কাকিমা আর দিদি নম্বর ওয়ানের মহামিলন এপিসোড পেয়েছে ৯.৫। অর্থাৎ রচনা এবং অপরাজিতা দুই দিদি একদম কামাল করে দিয়েছেন।

১ম •• লক্ষ্মী কাকিমা ৮.২
২য় •• ধুলোকনা ৭.৯
৩য় •• আলতা ফড়িং ৭.৭
৪র্থ •• মিঠাই ৭.৬
৫ম •• গৌরী এলো / গাঁটছড়া ৭.৪

SUNDAY ধামাকা মহাপর্ব ••
লক্ষ্মী কাকিমা / দিদি NO1
মহামিলন পর্ব – ৯.৫ (TOPPER)

5:00 PM : খেলাঘর (১.৮)
5:30 PM : গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৫) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৩.৬) | খেলনা বাড়ি (৫.৬)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৬.২)
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৭.৪)
8:00 PM : ধুলোকণা (৭.৯) | মিঠাই (৭.৬)
8:30 PM : মন ফাগুন (৫.৪) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)
9:00 PM : আয় তবে সহচরী (৪.৮) | এই পথ যদি না শেষ হয় (৬.৩)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৫.২)
10:00 PM : গঙ্গারাম (৪.০) [Last Week] | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)
10:30 PM : বৌমা একঘর (২.৬) | উড়ন তুবড়ি (৪.৫)
11:00 PM : জয় গোপাল (১.৮) | শিশু ভোলানাথ (২.৫)

✨NON FICTION✨
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৭.১)
দিদি No.1(লক্ষ্মী কাকিমা স্পেশাল) [SUN] (৯.৫)
Ismart Jodi (৩.০)