মধুমিতা-রণিতা এবার একসঙ্গে ছোট পর্দায়! স্টার জলসায় ফিরছে ত্রিকোণ প্রেমের গল্প! লীনা গাঙ্গুলির নতুন প্রজেক্টে থাকছেন টেলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেত্রী! নতুন ধারাবাহিক ঘিরে চর্চা তুঙ্গে, নায়ক কে হচ্ছেন?

নতুন ধারাবাহিকের (New Serial) খবরে ফের উত্তাল টেলিপাড়া! বহু বছর পর একসঙ্গে টেলিভিশনের পর্দায় (Bengali Television) ফিরতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেত্রী— ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar) ‘রণিতা দাস’ (Ranita Das)। একসময় ‘কুসুম দোলা’ ও ‘ইষ্টিকুটুম’–এর মতো সুপারহিট ধারাবাহিক দিয়ে বাংলার ঘরে ঘরে জায়গা করে নিয়েছিলেন এই দুই মুখ। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। মধুমিতা ছোটপর্দা ছেড়েছেন ২০১৮ সালে, আর রণিতা সরে গিয়েছিলেন আরও অনেক আগেই— ২০১১ সালে।

ছোট পর্দার সেই দুই হারিয়ে যাওয়া নায়িকা এখন লুক টেস্টে ব্যস্ত, এবং গুঞ্জন অনুযায়ী তাঁরা নাকি ‘লীনা গঙ্গোপাধ্যায়’ (Leena Ganguly) -এর পরবর্তী বড় প্রজেক্টের জন্য বিবেচিত হচ্ছেন। স্টার জলসার জন্য তৈরি হতে চলেছে লীনার নতুন ধারাবাহিক। এবং এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের খোঁজে তুমুল বাছাই চলছে। জানা গিয়েছে, রণিতা ও মধুমিতা দু’জনেই সেই লিড চরিত্রে অভিনয়ের জন্য লুক টেস্ট দিয়েছেন।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে দুই নায়িকার ফেরার জল্পনাই যথেষ্ট হইচই ফেলেছে সমাজ মাধ্যমে। প্রসঙ্গত, এই দুই অভিনেত্রীই এর আগে লীনার জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন। তাই তাঁদের ফের একসঙ্গে দেখা যাওয়া মানেই দর্শকদের কাছে বড়সড় চমক হতে পারে। নায়কের ভূমিকায় উঠছে একাধিক চেনা নাম। কানাঘুষো শোনা যাচ্ছে, শন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গৌরব চট্টোপাধ্যায়ের নামও প্রাথমিক তালিকায় রয়েছে।

যদিও গৌরব বর্তমানে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত। তাই তাঁকে নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। এর পাশাপাশি, চিত্রনাট্যের গঠন অনুযায়ী, এই ধারাবাহিকের নায়ক হিসেবে কৌশিক রায় বা ঋষি কৌশিকের মতো অভিজ্ঞদের রাখার কোনও পরিকল্পনা আপাতত নেই লীনার। অর্থাৎ, এই গল্পে দর্শক পেতে চলেছেন একদম নতুন জুটি। তবে দর্শকদের মধ্যে এই কাস্টিং নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারও মতে, অনেক বছর পর টিভি ইন্ডাস্ট্রিতে পা রাখছেন দুজনে।

আরও পড়ুনঃ “এটা আমার পার্লারের খবর নয়!” “আমরা তৈরি ছিলাম না, আগামিকাল ঘোষণা করব!”— রাজা-মধুবনীর ছবি ঘিরে উত্তাল নেটদুনিয়া! কেশবের পর আসছে আর এক খুদে! উঠছে পেট, রাজা দেখালেন ‘টু’! ফের মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী?

তাই তাঁদের সোলো লিড হিসেবেই ফিরতে দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন, একাধিক নারী মুখ নিয়ে লীনার আগের প্রজেক্ট ‘রোশনাই’ ঠিকভাবে কাজ করেনি, তাই আবার সেই একই প্যাটার্নে ফিরলে ফল মেলে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বরং কেউ কেউ চাইছেন, ‘কুসুম দোলা’ বা ‘ইষ্টিকুটুম’-এর মতো জমজমাট ত্রিকোণ প্রেম থাকলেও সেটি যেন গল্পনির্ভর ও গভীর আবেগে বাঁধানো হয়। এই দুই অভিনেত্রীর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও এখনই মুখ খুলতে নারাজ চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page