“এটা আমার পার্লারের খবর নয়!” “আমরা তৈরি ছিলাম না, আগামিকাল ঘোষণা করব!”— রাজা-মধুবনীর ছবি ঘিরে উত্তাল নেটদুনিয়া! কেশবের পর আসছে আর এক খুদে! উঠছে পেট, রাজা দেখালেন ‘টু’! ফের মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী?

চার বছর আগে প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami)। ‘রাজা গোস্বামী’র (Raja Goswami) সঙ্গে তাঁর সংসার আর ছোট্ট ছেলে ‘কেশব’কে (Keshav) ঘিরেই এখন তাঁর জগৎ। সমাজ মাধ্যমে ছেলের বড় হয়ে ওঠার নানা মুহূর্তে ভরে থাকে তাঁর টাইমলাইন। তবে এবার যেন নতুন কিছুর ইঙ্গিত দিলেন! ফের নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে অভিনেত্রী, কারণ এক ছবিতেই নেটিজেনদের চোখ পড়েছে তাঁর বেবিবাম্পের (Baby Bump) মতো কিছু! তবে কি কেশব দাদা হতে চলেছে এবার?

সম্প্রতি রাজা ও মধুবনী একটি ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে, যেখানে অভিনেত্রীকে খয়েরি রঙের পোশাকে দেখা যায় এবং তাঁর পেটের গঠন দেখে অনেকেই মনে করছেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। ছবিতে রাজাকে দেখা যায় দুই আঙুল দেখাতে সেই পেটের দিকে, যা নিয়েও বাড়ছে জল্পনা— তবে কি এবার পরিবারে দ্বিতীয় অতিথির আগমন ঘটছে? সবমিলিয়ে মধুবনীর সেই ছবিটি ঘিরেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে জল্পনার ঝড়।

শুধু ছবিই নয়, ক্যাপশনও নেটিজেনদের কৌতূহল দ্বিগুণ করে দিয়েছে। মধুবনী পোস্টে লিখেছেন, “আমরা একদমই প্রস্তুত ছিলাম না এটার জন্য, কিন্তু জীবন আমাদের সারপ্রাইজ দিতে ভালোবাসে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব ঠিক করেছি, ভিডিয়োর মাধ্যমে। এটা কিন্তু আমার পার্লার সংক্রান্ত নয়, একেবারেই অন্য রকম কিছু।” এই বক্তব্যে অনেকেই ধরে নিয়েছেন, পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।

যদিও কেউ কেউ কেশবের সময়ের পুরনো ছবি বলে মন্তব্য করেছেন। তবে, মধুবনীর পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা নেমেছে। কেউ লিখেছেন, “দ্বিতীয় সন্তানের আগমনের জন্য তোমাদের অনেক শুভেচ্ছা!” কেউ আবার খুশিতে উচ্ছ্বসিত হয়ে লেখেন, “অবিশ্বাস্য চমক!” তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ দুজনেই এখনও কিছু ঘোষণা করেননি। তবে মধুবনীর পোস্ট বলছে, সেই ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে মাত্র আর এক দিন।

আরও পড়ুনঃ স্বতন্ত্রের পাশে নিরাপদ কমলিনী, কিন্তু বাড়িতে কমলিনীর অনুপস্থিতি নিয়ে চাপা উত্তেজনা! এতদিন মা’কে অপমান করে এখন মায়ের খোঁজে মন কাঁদছে বুবলাইয়ের! এবার মুখোমুখি চন্দ্রের মাসি বনাম বর্ষা, বিতর্কে জড়াল বর্ষার পুরনো জীবন!

উল্লেখ্য, সম্প্রতি ‘চিরসখা’ ধারাবাহিকে মধুবনীকে দেখা গেছে ‘কমলিনী’র উকিল চরিত্রে। বিয়ের পর পর্দা থেকে কার্যত সরে গিয়েছিলেন অভিনেত্রী, প্রায় এক দশক পরে আবার ফিরলেন অভিনয়ে। অন্যদিকে, রাজা ‘বাবিল’ চরিত্রে অভিনয় করছেন একই ধারাবাহিকে। পেশাগত দিক সামলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করছেন তাঁরা? উত্তরের জন্য এখন অধীর অপেক্ষায় তাঁদের অনুরাগীরা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page